নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এক ঝাঁক বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভিড়ে শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকে সাংসারিক কূটকচালি থাকলেও সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ধারাবাহিকের একান্নবর্তী বাঙালি পরিবারের একসাথে থাকার গল্প। এটাই এই ধারাবাহিকের অন্যতম প্রধান ইউএসপি।
পর্দায় প্রধান নায়িকা পর্ণার ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মার। দর্শকদের নয়নের মণি তিনি। পর্দায় তাঁর সাথে সৃজনের জুটিও সুপারহিট। তবে সৃজন-পর্ণা ছাড়াও এই ধারাবাহিকে এমন একাধিক চরিত্র রয়েছেন যারা দর্শকদের ভীষণ পছন্দের। তাই এই ধারাবাহিকের প্রত্যেক সদস্যই এখন হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মানুষ।
আর দর্শকদের ভালোবাসাতেই এই ধারাবাহিকটি আজ এত সাফল্য পেয়েছে। প্রতিনিয়ত যার ছাপ পড়ছে টিআরপি তালিকাতেও।সিরিয়ালটি যারা শুরু থেকে দেখছেন তাঁরা জানেন বাড়িতে এমন অনেকেই আছেন যারা প্রথম থেকেই পর্ণার বিরোধিতা করে আসলেও শুরু থেকেই এই বৌদি ভাইয়ের পাশে ছিল তার ননদ বর্ষা (Barsha)।
পর্দায় এই বর্ষার ভূমিকায় দেখায় আছে অভিনেত্রী শৈলী ভট্টাচার্যকে (Shaili Bhattacharjee)। শুরু থেকেই বর্ষা চরিত্রের তাঁর অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। সম্প্রতি ছোটপর্দার এই বর্ষা হাজির হয়েছিলেন জি ব্যাগলার দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। সেখানেই তিনি জানিয়েছেন তাঁর অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা কথা।
আরও পড়ুন: আমার দ্বারা হবে না’! উচ্ছে বাবুর বিয়ের আগেই আবার বোমা ফাটালেন ‘মিঠাই’ সৌমিতৃষা
এদিন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথায় কথায় শৈলী জানান ছোটবেলায় পাঠভবন থেকে পড়াশোনা করেছেন শৈলী। বর্তমানে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনা করছেন। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে তিনি। শৈলীর কথায় জানা যায় মাত্র ৬ বছর বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। তবে নিম ফুলের মধু সিরিয়ালের হাত ধরেই প্রথম ছোট পর্দায় ডেবিউ করেছেন তিনি। তাঁর পরিবারে নাকি শুরু থেকেই শিল্পচর্চার বিষয়টা ছিল।
প্রসঙ্গত সিরিয়ালে শুরু থেকেই পিকলুর সাথে তাঁর রসায়ন ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। তবে এদিন শৈলীর কাছে সঞ্চালিকা জানতে চান তার জীবনেও কোন মনের মানুষ এসেছে কিনা? যা শুনে লাজুক হেসে শৈলী জানিয়েছেন ‘হ্যাঁ এসেছে, তবে সে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়’।