Neem Phooler Madhu Indrakumar will be shocked to see Parna Alive

ইন্দ্রকুমার শকড পর্ণা রকড! মৃত্যুর নাটকেই হল বাজিমাত, দেখুন আজকের তুলকালাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ সিরিয়ালে বহুবার বাস্তব সমাজের চিত্র ফুটে ওঠে বলা হয়ে থাকে। তবে এবার সম্প্রতিকালে ঘটে যাওয়া আরজি করে ঘটনাকে ছোটপর্দায় তুলে ধরেছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এমনিতেই চ্যানেলের সেরা পারফর্মিং জুটি সৃজন-পর্ণা প্রতিটা পর্বেই কোনো না কোনো চমক থেকেই। যার জেরে লাগাতার টিআরপি তালিকাতেও বেশ ভালো রেজাল্ট হয়েই থাকে। তবে আরও ফাটাফাটি হতে চলেছে আজকের পর্ব।

যারা নিয়মিত নিম ফুলের মধু দেখেন তারা জানেন সৃজনের বোন বর্ষার শ্লীলতাহানির চেষ্টা করেছিল ইন্দ্রকুমার। এর বিরুদ্ধে গর্জে উঠেছে পর্ণা। দোষীকে শাস্তি দেওয়ার জন্য সে সব করতে রাজি। এমনকি নিজের নকল মৃত্যুর পর্যন্ত আয়োজন করে ফেলেছে। যদিও এতে পর্ণার চির শত্রু ঈশা বেশ খুশি হয়েছে। পর্ণাকে চিতায় তোলার আগের লাইভ ফুটেজ দেখে একপ্রকার ঝামেলা শেষ বলেই ধরে নিয়েছে ইন্দ্রকুমার। কিন্তু আসল খেলা যে এবার শুরু!

Neem Phooler Madhu parna fakes death to gather evidence against indrakumar

ঈশা থেকে ইন্দ্রকুমার সকলেরই ধারণা পর্ণা মানহানির মামলার অপমান সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে। কিন্তু আসলে যে পিকচার এখনো বাকি। পর্ণা মরে যাওয়ার খুশিতে পার্টির আয়োজন করছে ইন্দ্রকুমার। সেক্রেটারি জিনিয়াকে তার জন্য একটা সুন্দরী গায়িকারও অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে। তখনই পর্ণা প্ল্যান করে রোহিনীকে রাজি করে সিঙ্গার হিসাবে ইন্দ্রকুমারের পার্টিতে যাওয়ার জন্য।

এরপর আজকের পর্বে দেখা যায় রোহিনীকে দেখেই লালসা জেগে ওঠে ইন্দ্রকুমারের। নিজের আগামী ছবির সমস্ত গান গাওয়ানোর অফার দিয়ে কুপ্রস্তাব দেয়। যার সবটাই হিডেন ক্যামেরার দৌলতে রেকর্ড হচ্ছিল। আর সমস্তটা দেখতে পাচ্ছিল সৃজন-পর্ণা-বর্ষারা। তবে এখানেও শেষ নয়। প্রমাণ হাতে এলেও একেবারে জব্বর কায়দায় ইন্দ্রকুমারকে উচিত শিক্ষা দিতে চায় পর্ণা।

আরও পড়ুনঃ ফিরছে উর্মি-টুকাইবাবু জুটি, নেটপাড়ায় ভাইরাল অন্বেষা হাজরার নতুন মেগা ‘আনন্দী’র প্রথম প্রোমো

এদিকে নিউজ চ্যানেলের পক্ষ থেকে ইন্দ্রকুমারকে ফোন করে জানানো হয় যে তাঁর আসন্ন ছবির ফ্রি মিউজিক লঞ্চ করতে চায় তাঁরা। শুধু তাই নয় অপপ্রচারের জন্য সকলের সামনে ক্ষমাও চাওয়া। হবে এসব শুনেই মনে মনে খুশি হতে থাকে সে। তবে দর্শকদের অনেকেরই অনুমান এই শোতেই হাজির হবে পর্ণা। জ্যান্ত পর্ণাকে সামনে দেখেই আত্মারাম খাঁচা হয়ে যাবে ইন্দ্রকুমারের। এরপর তার কুকীর্তির ভিডিও সকলের সামনে দেখিয়ে ভালোমানুষীর মুখোশ ছিঁড়ে দেবে। তবে আগামীদিনে কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X