Neem Phooler Madhu parna fakes death to gather evidence against indrakumar

মৃত্যুর নাটকেই হবে পর্দাফাঁস! ইন্দ্রকুমারকে শাস্তি দিতে বাম্পার প্ল্যান পর্ণার, দেখুন ভিডিও

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের ফ্যান অথচ ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) দেখেন না এমন দর্শক খুঁজে পাওয়া বেশ মুশকিল। একেরপর এক ধামাকাদার সমস্ত পর্ব মিস করতেই ইচ্ছা করবে না। তাছাড়া টিআরপি তালিকাতেও সৃজন-পর্ণা জুটি কিন্তু বেশ হিট। অবশ্য হওয়ারই কথা কারণ একঘেয়েমি না দেখিয়ে একেরপর এক টুইস্ট এসেই চলেছে ধারাবাহিকে। এই যেমন বর্ষাকে ন্যায় বিচার পাইয়ে দিতে এখন চলছে নতুন প্ল্যান।

বর্তমানে চলতে থাকা আরজি কর কাণ্ডের পর গোটা বাংলা এক হয়ে প্রতিবাদ করছে জঘন্যতম অপরাধের। নারী সুরক্ষা ও নিরাপত্তার এই বিষয়টিকেই ধারাবাহিকের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। গল্পে বর্ষার শীলতাহানি করা হয়েছে। এমন একটা জঘন্য অপরাধের জন্য দোষীকে শাস্তি পেতেই হবে। তাই ইন্দ্রকুমারের মুখোশ ছিঁড়ে ফেলার জন্যই কোমর কষেছে পর্ণা।

Neem Phooler Madhu parna fakes her death

অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে শুরু করে পর্ণা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টে শত্রু ইশার কথা মত ইন্দ্রকুমারবাবু মানহানির মামলা ঠুকে দেন পর্ণার বিরুদ্ধেই। অবশ্য তাতে দমে যাওয়ার পাত্রী পর্ণা নয়। ন্যায় বিচার পাইয়ে দিতে সে সব করতে রাজি। আর এখানেই মাথায় আসে নতুন প্ল্যান। ঠিক হয় পর্ণার মৃত্যুর নাটক করা হবে। ইন্দ্রকুমারের ভালোমানুষীর মুখোশ খুলতে এটাই হবে পর্ণার মোক্ষম চাল।

কিন্তু এই প্ল্যান আদৌ কাজ করবে? আজকের পর্বে দেখা যাবে পর্ণার দেহ শেষকৃত্যের জন্য সাজানো হয়েছে। চারিদিকে সৃজন, বর্ষা থেকে শুরু করে বাড়ির সকলে অঝোরে কেঁদে চলেছে। হাজির হয়েছে রিপোর্টারেরাও। যা টিভির পর্দায় দেখে মনে মনে বেশ খুশি ঈশা। এদিকে ইন্দ্রকুমারের কাছে পর্ণার আত্মহত্যা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন এমনটা করবে জানলে আমি কখনোই ওনার বিরুদ্ধে মামলা করতাম না, ওনাকে ক্ষমা করে দিতাম।

আরও পড়ুনঃ বাড়ি ফেরার পথে বাইকের সাথে গাড়ির ধাক্কা, গ্রেফতার অভিনেতা সম্রাট মুখার্জী?

লাইভ টিভিতে এই সম্প্রচার দেখে পর্ণা বলে ওঠে, তুমি আমাকে ক্ষমা করে দিলেও আমি তোমাকে ক্ষমা করব না। চরম শাস্তি হবে তোমার। তারপর দেখা যাবে সেখানে হাজির হয়েছে জিনিয়া, কারণ সেও পর্ণার দলেই আছে। এর ঠিক পরেই জিনিয়াকে ফোন করে ইন্দ্রকুমার বলে আলোকপর্ণার ঝামেলা নেমেছে এবার একটা পার্টি দেব। ভালো দেখতে গান গায় এমন একটা মেয়ে জোগাড় করতে। এবার কি হবে সেটাই এখন দেখার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X