Neem Phooler Madhu Srijan Again Marries Parna

সাবাশ বাবুউউ! শেষ মুহূর্তে কনে ভাগিয়ে বিয়ের পিঁড়িতে সৃজন-পর্ণা, ভিডিও না দেখলে চরম মিস

নিউজশর্ট ডেস্কঃ একসময় বেঙ্গল টপার হলেও দিন দিন ফিকে হচ্ছে সৃজন-পর্ণা ম্যাজিক। টিআরপি তালিকায় যেখানে সেরা তিনের মধ্যে দেখা যেত সেখানে এসপ্তাহেই পাঁচে নেমে গিয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। তাই জনপ্রিয়তা বাড়াতে ফের ধামাকা পর্ব আসছে ধারাবাহিকে। হ্যাঁ এতদিন যেটার জন্য এত যুদ্ধ চলছে সেটাই হতে চলেছে। স্মৃতি ফিরতে চলেছে পর্ণার।

পর্ণার স্মৃতি ফেরাতে বিয়ের পিঁড়িতে সৃজন

যারা নিয়মিত দর্শক তারা জানেন স্মৃতিশক্তি হারিয়ে নিজেকে কলেজের ছাত্রী ভাবছে পর্ণা। তাই সৃজন ও দত্ত বাড়ির কিছু জন তার স্মৃতি ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। যদিও বাবুউউর মা থুড়ি শাশুড়ি কিন্তু সেটা মোটেই চান না। তাই জোর করে বিয়ে করা সুইটিকেই নিজের ছেলের বউ করে রাখতে চায়। তবে হাল ছাড়তে রাজি হয় বাকিরা। কিছুদিন আগেই দেখা গিয়েছিল বৃষ্টির রাতে ঘনিষ্ঠ হয়েছিল সৃজন-পর্ণা। সবাই যখন ভাবছে এবার একটা কিসিং সিন আসছে তখনই কৃষ্ণা এসে পড়ে।

Neem Phooler Madhu Srijan said Krishna that he will staty with parna

এরপর থেকেই আত্ম অনুশোচনায় ভুগছে পর্ণা নিজে। এমনকি দত্তবাড়িতে থেকে বেরিয়ে এসেছে সৃজনের থেকে দূরত্ব বাড়ানোর জন্য। রাজি হয় অভিমন্যুর সাথে বিয়ের জন্য। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হয়নি। কারণ শেষ মুহূর্তে ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মত পর্ণাকে নিয়ে পালিয়েছে সকলের প্রিয় নায়ক বাবুউউ থুড়ি সৃজন।

এরপর দেখা যাচ্ছে মন্দিরে বিয়ের আয়োজন চলছে দুজনের। যদিও এটা ভুল হচ্ছে বলে বোঝানোর চেষ্টা করে পর্ণা। কিন্তু বাকিরা যেহেতু সব সত্যিটা জানে তাই কেউই আর বাঁধা দেয়নি। বর্ষা, পিকলু, চয়ন, রুচিরা সবাই দাঁড়িয়ে থেকেই বিয়ের আয়োজন করে। সৃজনও জানায় যে সুইটির সাথে আসল বিয়ে হয়নি, চাইলে তাঁর বাড়ি গিয়েও খোঁজ নিয়ে আসতেই পারে। তাছাড়া একবার বিয়ে হয়ে গিলে সমস্ত সত্যিটা খুলে জানানো হবে পর্ণাকে। এরপর আর কি ঠিক শুভ লগিন শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে পর্ণার সিঁথিতে সিঁদুর দেয় সৃজন।

আরও পড়ুনঃ শুভদিনেই দীপিকার কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে? সুখবর দিলেন বাবা রণবীর

ইতিমধ্যেই চ্যানেলের সোশ্যাল মিডিয়াতে এই বিশেষ পর্বের প্রোমো শেয়ার করা হয়েছে যা বলাবাহুল্য সুপার ভাইরাল হয়ে গিয়েছে। এদিকে এমন একটা প্রোমো দেখার পর দর্শকদের ধারণা এবার নিশ্চই সমস্ত স্মৃতি ফিরবে পর্ণার। আর এই টুইস্ট দিয়েই ফের টিআরপি তালিকায় টপ পজিশনে ফিরবে নিম ফুলের মধু। এবার অপেক্ষা দর্শকদের ধারণা কতটা ঠিক সেটা দেখার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X