neem phuler madhu serial actress lily chakraborty birthday celebration

Papiya Paul

বয়স শুধু সংখ্যা, ৮২তেও সুন্দরী তরুণী লিলি চক্রবর্তী, প্রকাশ্যে পর্ণার ঠাম্মির বার্থডে সেলিব্রেশনের মুহূর্ত

নিউজশর্ট ডেস্ক: বাংলা চলচ্চিত্র জগতের(Bengali Cinema) জনপ্রিয় এবং স্বনামধন্য অভিনেত্রী লিলি চক্রবর্তী(Lily Chakraborty)। তার বয়স ৮০ পেরিয়ে গেলেও এখনো যেন তরুণী। দিব্যি শুটিং ফ্লোরে এসে অভিনয় করে চলেছেন তিনি। বর্তমানে বাংলা সিনেমার পাশাপাশি বাংলা সিরিয়ালেও(Bengali Serial) চুটিয়ে অভিনয় করছেন স্বর্ণযুগের এই সুন্দরী অভিনেত্রী। এই মুহূর্তে জি বাংলার(Zee Bangla) ‘নিম ফুলের মধু'(Neem Phuler Madhu) সিরিয়ালে দত্ত বাড়ির ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন তিনি।

   

এই চরিত্রে তার নাম হেমোনলিনী দেবী। দুইদিন আগেই তার জন্মদিন ছিল। তার ৮২ বছরের জন্মদিন উপলক্ষে সেলিব্রেশনে মেতে উঠেছিল গোটা নিম ফুলের মধুর সদস্যরা। এদিন সিরিয়ালের সেটেই কেক কেটে সেলফি তুলে ধুমধাম করে ঠাম্মির বার্থডে সেলিব্রেশন করেছেন দত্ত বাড়ির সকলে। এদিন অভিনেত্রীর পরনের পোশাক ছিল একদমই আলাদা।

সারাদিন সিরিয়ালের পর্দায় যাকে সাদা রঙের আটপৌড়ে শাড়ি পড়ে দেখা যায়, জন্মদিনের সেলিব্রেশনের সময় তিনি পড়েছিলেন নীল রঙের প্রিন্টের সালোয়ার কামিজ। সাথে চোখে ছিল দারুন চশমা আর তার সাথে মুখে গাল ভরা হাসি। প্রসঙ্গত, তিনি শুধু বাংলা সিনেমা নয়, হিন্দি সিনেমাতেও চুটিয়ে কাজ করেছেন। ইতিমধ্যে অভিনয় জগতে প্রায় ৬৩ বছর কাটিয়ে ফেলেছেন লিলি চক্রবর্তী।

উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন এই নায়িকা। ‘ভানু পেল লটারি’ এই সিনেমার হাত ধরে তার বাংলা সিনেমা জগতের হাতেখড়ি। আর অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো হল দ্বীপ জ্বেলে যাই, দেওয়া নেওয়া প্রভৃতি। যখন বাংলা সিনেমা জগতে সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায় এদের জনপ্রিয়তা ছিল সেই সময়েও তিনি নিজের অভিনয় দক্ষতার গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।