Pratik Sen

Moumita

‘মাউন্ট এভারেস্টের পাশে উঁইয়ের ঢিবি’, উত্তমকুমারের সাথে প্রতীক সেনের তুলনা টানতেই ট্রোলের বন্যা নেটপাড়ায়

এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র (Tollywood) জগত কিছুটা ম্রিয়মাণ হলেও একটা সময় ছিল যাকে স্বর্ণযুগ বলা চলে। গোটা ভারতেই তখন বাংলা ছবির রমরমা‌। উদাহরণস্বরূপ সবার আগে উঠে আসবে, উত্তম কুমারের (Uttam Kumar) নাম। ৮ থেকে ৮০ সকলের মনেই গেঁথে রয়েছে তাঁর অভিনয়।

   

যদিও হালের সময়ে অনেকেই মহানায়ক উপাধি পেয়েছেন কিন্তু বাঙালি আজও মহানায়ক বলতে তাকেই বোঝেন। তার সমকালীন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলী সকলেই এই কথাটা বিশ্বাস করতেন। এমনকি অনেকে তো গোটা ইন্ডাস্ট্রি বলতেও তাকেই মনে করতেন।

এদিকে ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ প্রতীক সেন। এযাবৎ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। আর এবার মহানায়ক উত্তম কুমারের সাথে তুলনা করায় নিজের অজান্তেই ট্রোলের(Trolled) স্বীকার হলেন অভিনেতা।

আসলে টলিউডের তথা ভারতীয় সিনেমা জগতের অন্যতম প্রভাত প্রতিম প্রাণপুরুষ উত্তম কুমার। সম্প্রতি তাঁর সাথেই প্রতীক সেনের তুলনা টানলেন এক ভক্ত। সোশ্যাল মিডিয়ায় উত্তম কুমার এবং প্রতীক সেনের দুটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন সেই অনুরাগী।

তিনি ক্যাপশনে লিখেছেন, ‘টলিউড ইন্ডাস্ট্রির দুই মহা রত্ন। উজ্জ্বলতম নক্ষত্র গর্ব একজন শ্রদ্ধেয় মহানায়ক উত্তম কুমার আর একজন সফল অভিনেতা প্রতীক সেন দাদাভাই। দুটো পিকচার পুরো আলাদা অথচ ভাব ভঙ্গিমায় পুরো এক। অসাধারণ মুখের অভিব্যক্তি প্রকাশ’।

স্বাভাবিকভাবেই এই অযাচিত তুলনা পছন্দ পছন্দ করেনি অনেকে। এই পোস্ট কোট করে একজন লিখেছেন, ‘হতে পারে উনি ভালো অভিনেতা তাই বলে মহানায়ক উত্তম কুমারের সাথে তুলনা করাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কার সাথে কিসের তুলনা’! জনৈক কটাক্ষ,’ মাউন্ট এভারেস্টের পাশে উইয়ের ঢিবি’।