Star Jalsha

‘মা’ সিরিয়ালের সেই খুদে ঝিলিক আজ স্টার জলসার টপার সিরিয়ালের খলনায়িকা! চেনেন?

এইমুহুর্তে দর্শকপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star Jalsha)  অন্যতম চর্চিত সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। এই সিরিয়ালের টিআরপি (TRP) দেখলেই স্পষ্ট যে, সারা বাংলার দর্শকদের চোখের মনি এখন এই মেগা। সূর্য দীপার পাশাপাশি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে দুই খুদে সোনা ও রূপাও। তবে সবার সাথে গল্পের অতি গুরুত্বপূর্ণ চরিত্র হল মিশকা (Mishka)।

কারণ একথা হয়ত সকলেই জানেন, যে কোনো সিরিয়াল বা সিনেমাকে পারফেক্ট করে তুলতে নায়ক নায়িকার পাশাপাশি খলনায়ক বা খলনায়িকার ভূমিকাও অনেক বেশি। এই যেমন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মিশকা চরিত্রটি। মিশকা ওরফে অহনা দত্ত (Ahona Dutta) কিন্তু ফাটিয়ে অভিনয় করছে এই চরিত্রে।

মিষ্টি দেখতে এই খলনায়িকাকে নিয়ে চর্চার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়। দুষ্ট চরিত্র হলেও যেদিন পর্দায় তার উপস্থিতি থাকে না দর্শকরা তাকে মিস করেন। স্টার জলসার এই মেগার হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন তিনি‌। তবে জানেন কি যে, খুব কম বয়স থেকেই অভিনয়ে নাম লিখিয়েছেন অহনা।

অনেকেই হয়ত জানেন যে, ‘ডান্স বাংলা ডান্স’র একজন প্রতিযোগী থেকে অহনা সরাসরি চলে যায় স্টার জলসায়। তবে খুব কম মানুষই জানেন যে, তার অভিনয় যাত্রাটা আজকের নয়। আজ থেকে বেশ কয়েকবছর আগে, তার বয়স যখন মাত্র তিন তখন থেকেই নাকি অভিনয় করছেন। আর তাও আবার স্টার জলসার ‘মা’ তে।

সম্প্রতি কিছু নেটিজন দাবি করেছেন, শিশু শিল্পী হিসেবে ওই সিরিয়ালে অহনা ছোট্ট ঝিলিকের ভূমিকাতে অভিনয় করেছিলেন। সেই ছোট্ট ঝিলিকই নাকি আজকের মিশকা। নেটিজেনদের একাংশ খুঁজে বের করেছে তার পরিচয়। অনেকেই হয়ত ভাবছেন যে, তা কী করে হয়? ঝিলিক তো হয়েছিল তিথি বসু।

টলিউড,বিনোদন,গসিপ,মিশকা,অনুরাগের ছোঁয়া,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,অহনা দত্ত,Tollywood,Entertainment,Gossip,Mishka,Anurager Chowa,Bengali Serial,Television,Ahona Dutta,Maa Serial,Jhilik,মা সিরিয়াল,ঝিলিক

 

প্রসঙ্গত উল্লেখ্য, তিথি ঝিলিকের ছোটবেলা এবং বড় বেলার চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু একদম খুদে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন আরেক খুদে। নেটিজেনদের দাবি সেই খুদেই হল মিশকা ওরফে অহনা। সম্প্রতি একজন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট-ও করেছেন। তবে এই খবর কতটা সত্যি তা নিউজশর্টের তরফ থেকে যাচাই করা সম্ভব হয়নি।

Avatar

Moumita

X