Papiya Paul

কাঁচা বাদামের পর ‘কালো আঙ্গুর’ গান, বাদাম কাকুকে টেক্কা দিতে হাজির চাচার নতুন গান, রইল ভিডিও

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন রাতারাতি যে কোন সাধারণ মানুষ স্টার হয়ে যেতে পারে। এর প্রমাণ মিলেছে বহুবার। ঠিক যেমন কাঁচা বাদাম গান গেয়ে ভাইরাল হয়েছিলেন বীরভূমের এক বাদাম বিক্রেতা। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে তার গান। এই গানে মজেছেন আসমুদ্রহিমাচল।

তবে এবার তাকে টক্কর দিতে নতুন করে গান বেঁধেছেন চাচা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ব্যক্তি রাস্তায় নিজের ঠেলাগাড়িতে ফল নিয়ে বিক্রি করেন। তিনি ভ্যানের মধ্যে কালো আঙ্গুর নিয়ে গান বেঁধেছেন। আর এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন।

যদিও এই চাচা এর আগেও একবার ভাইরাল হয়েছিলেন। তখন তিনি পেয়ারা দিয়ে এমন গান বেঁধেছিলেন যা মন কেড়েছিল নেটিজেনদের। যদিও এই ব্যক্তি কে এবং তিনি কোথাকার বাসিন্দা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। বলাই বাহুল্য, এই কাঁচা বাদাম গান গেয়ে ভুবন বাদ্যকর যেরকম খ্যাতি পেয়েছেন তা এখনও পর্যন্ত কেউ সোশ্যাল মিডিয়ার দৌলতে পাননি। কাঁচা বাদামের পর বহু ভিডিও হয়েছে ঠিকই কিন্তু বাদাম কাকুর জনপ্রিয়তা ধারে কাছে পৌঁছায়নি কেউ।