Papiya Paul

বাদাম কাকুর মার্কেট শেষ! এবার বাজার কাঁপাতে হাজির মুর্শিদাবাদের বেলুন কাকু, রইল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্য নতুন ঘটনা ভাইরাল হতে দেখা যায়। আর এই ভাইরাল হবার দৌলতেই রাতারাতি স্টার হয়ে যান বহু মানুষ। আসলে নিজের চারপাশে কোন নতুনত্ব ঘটনা কিংবা আশ্চর্যকর কিছু দেখলেই মানুষজন স্মার্টফোনের মাধ্যমে ভিডিও করে দ্রুত তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরে সেগুলি ভাইরাল হতে সময় নেয় না।

   

এখন প্রতিটি মানুষের হাতের মুঠোয় তো গোটা পৃথিবী। এক প্রান্তের ভিডিও অন্য প্রান্তে ছড়িয়ে পড়তে কয়েক সেকেন্ড লাগে মাত্র। আর এরকম ভাবে ভাইরাল হয় বহু মানুষ। কয়েক বছর আগেই রানাঘাটের রানু মন্ডলের ক্ষেত্রেও সেটি হয়েছে। এবার গত বছরের শেষ দিকে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের জীবনের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে।

ভুবন বাবু তার বাদামের বিক্রি বাড়ানোর জন্য এমন একটি গান বেঁধেছিলেন যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে, আর তার সাথে এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ পেরিয়ে বিদেশের গন্ডি ছুঁয়েছে। আর এর ফলে এখন তিনি রাতারাতি সেলিব্রিটি। তবে এবার সম্প্রতি আরেকজনের ভিডিও ভাইরাল হয়েছে।

যিনি গান নয়, ছড়া বলে বেলুন বিক্রি করছেন। মুর্শিদাবাদ জেলার টিকটিকি পাড়া গ্রামে ওই বেলুন ব্যবসায়ী আফতাব ফকির। যিনি সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করেন। আর তার সাথে মুখে ছড়া চলতেই থাকে। তিনি বলছেন, ‘না নিলে আপনার লস, এই বেলুনের দাম ১০’, এসেছি আপনাদের বাড়ির কাছ এটার দাম ৫…’এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।