Papiya Paul

এবার ভাঙবে সন্ধ্যার সংসার! নকল তারা হয়ে ‘সন্ধ্যাতারা’তে এন্ট্রি নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা'(Sandhyatara)। ইতিমধ্যে এই ধারাবাহিক টিআরপি(TRP)তালিকায় দুর্দান্ত রেজাল্ট করেছে। গত সপ্তাহে টিআরপি রেটিংয়ে তৃতীয় স্থান দখল করেছে সন্ধ্যাতারা। এই সিরিয়ালে সন্ধ্যা এবং তারা দুই বোনের ভালোবাসা এবং ত্যাগের গল্প মন জয় করেছে দর্শকদের।

   

এখানে সন্ধ্যা ওরফে অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এমনকি অভিনেত্রী অমৃতা দেবনাথও বেশ ভালই অভিনয় করছে। ত্রিকোণ প্রেমের গল্প হলেও দুই বোনের মধ্যে রেষারেষি দেখানো হবে না এই সিরিয়ালে। আর তাই জন্য এবার এই ধারাবাহিকে প্রবেশ করতে চলেছে আর একজন নতুন নায়িকা।

শ্বশুরবাড়িতে সন্ধ্যার জীবন তছনছ করতে উঠে পড়ে লেগেছে বেশ কয়েকজন। তারা সকলেই চাইছে সন্ধ্যার বোন তারার কথা সন্ধ্যার সামনে এনে তাদের সম্পর্ক ভেঙে দিতে। এমনকি সেই পরিকল্পনায় ইতিমধ্যে অনেকখানি সফল হয়ে গিয়েছিল আকাশের পিসি ঠাম্মি। শেষ পর্যন্ত আকাশ এসে সমস্ত প্ল্যান ঘুরিয়ে দেয়। সে সবার সামনে জানিয়ে দেয় তারাকে সে চেনে না। তবে এইবার তারা হয়ে সিরিয়ালে প্রবেশ করতে চলেছে আর এক অভিনেত্রী।

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা জানেন, সন্ধ্যা এবং আকাশের সম্পর্ক এই মুহূর্তে একেবারে ঘেঁটে ঘ। তারার ওপর রেগে গিয়ে সেই বদলা সন্ধ্যার ওপর নিতে চলেছে আকাশ। তাই ধারাবাহিকে নকল তারা সেজে প্রবেশ করবে এক জনপ্রিয় অভিনেত্রী। জানা গিয়েছে, এই নকল তারার চরিত্রে অভিনয় করতে চলেছেন শিঞ্জিনী চক্রবর্তী। আগে তাকে ‘পঞ্চমী’ ধারাবাহিকে চিত্রা চরিত্রে খলনায়িকার রূপে দেখা দিয়েছিল। তবে এই সন্ধ্যাতারা ধারাবাহিকের তার চরিত্র পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।