পার্থ মান্নাঃ পুজোর মাসের শেষের দিকে ওড়িশার উপর আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় দানা। এর ফলে ওড়িশায় যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি বাংলাতেও কিছুটা ক্ষতি হয়েছে। একইসাথে ঝোড়ো হাওয়া আর তুমুল বৃষ্টিপাত হয়েছে। তবে যতটা আশঙ্কা করা হয়েছিল ততটা শক্তিশালী থাকেনি দানা ল্যান্ডফল হওয়ার পর। এরপর আবহাওয়া ফের ভালো হয়ে গিয়েছে কিন্তু বঙ্গোপোসাগরে নতুন করে একটি সাইক্লোনিক সার্কুলেশন সৃষ্টি হচ্ছে।
দানার পর ফের তৈরী হচ্ছে সাইক্লোনিক পরিস্থিতি!
সম্প্রতি আবহাওয়া দফতরে সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের উপরের ভাগে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরী হচ্ছে। যেটা ২-৩ তিনদের মধ্যেই সম্পূর্ণ তৈরী হয়ে যাবে। অর্থাৎ ৫ই নভেম্বর নাগাদ পুরোপুরি ফর্ম হতে পারে। যদিও স্বস্থির খবর সার্কুলেশনটি পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে যেটা আগামী ৯ই নভেম্বর পর্যন্ত তামিল নাড়ুর দিকে চলে যাবে ফলে সাইক্লোন ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ECMM এর জারি করা পূর্বাভাস অনুযায়ী সার্কুলেশনটি আগামী ৭ই নভেম্বর নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে .এর ফলে ঘূর্ণাবর্ত তৈরী হওয়ার সম্ভাবনা ৪০-৬০%। একইভাবে IMD এর ড্যানামিকাল স্টাটিস্টিকাল মডেলও জানাচ্ছে ৭ ই নভেম্বর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ুর উপকূলে সাইক্লোনিক সার্কুলেশন তৈরী তৈরী হতে পারে। যেটা আগামী ৮ই থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত সিক্লোজেনেসিসের সম্ভাবনা ২০-৩০% তাই ঘূর্ণিঝড় তৈরী হওয়ার মত পরিস্থিতি নেই বললেই চলে।
পশ্চিমবঙ্গের আবহাওয়া
কালীপুজোর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও দীপাবলির পর থেকেই আবহাওয়া শুষ্ক হয়ে গিয়েছে। বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তবে দক্ষিণের দু একটি জেলায় ও উত্তরের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
কবে পড়বে শীত? জানাল IMD
কালীপুজো মানেই শীতের আমেজ শুরু হয়ে যাওয়ার কথা। তাপমাত্রা কিছুটা কমেছে ঠিকই তবে শীতের দেখা নেই বললেই চলে। তাই সকলেরই প্রশ্ন কবে শীত আসবে বাংলায়? এই প্রসঙ্গে IMD এর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, আপাতত নভেম্বর মাসে শীত পড়ছে না। ডিসেম্বর থেকে ফ্রেব্রুয়ারি পর্যন্ত শীত থাকার কথা। তবে এখনই কবে শীত পড়বে তা বলা যাচ্ছে না।