চাকরির সুযোগ,ভারত,Job Opportunity,India

Papiya Paul

চাকরিপ্রার্থীদের বিরাট সুযোগ, ৫০০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো কৃষি দপ্তর

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। ভারতীয় কৃষি দপ্তর প্রচুর শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। এক্ষেত্রে আবেদনকারীরা দেশের যে কোন প্রান্ত থেকেই আবেদন করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য।

   

মোট শূন্যপদ- এই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে আপাতত পাঁচ হাজারেরও বেশি শূন্য পদে আবেদনকারীদের আবেদন করা যাবে।

পদের নিয়োগ- এই চাকরির জন্য যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে। এই পদগুলি হল-

১. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ২. ফিল্ড অফিসার, ৩. জুনিয়র সার্ভে অফিসার ৪. লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ৫. মাল্টি টাস্কিং ওয়ার্কার।

শিক্ষাগত যোগ্যতা- এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে পদ অনুযায়ী ভিন্ন যোগ্যতা থাকতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে উচ্চ যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন । এছাড়া  সমস্ত  বিস্তারিত তথ্য প্রতিবেদনটির শেষে প্রদত্ত লিঙ্ক ক্লিক করে জানতে পারবেন প্রার্থীরা।

কি কি ডকুমেন্টস লাগবে-  ১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ২. প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস, ৩. জাতিগত শংসাপত্র (যদি থাকে), ৪. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ৫. আধার অথবা ভোটার কার্ড ৬. অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস (যদি থাকে)।

আবেদনকারীর বয়সসীমা- নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিতদেরকে সরকারি নিয়ম অনুযায়ী, বয়সের ছাড় দেওয়া হবে এখানে।

আবেদন পদ্ধতি- আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। সমস্ত লিঙ্ক নিচে দেওয়া হল।

আবেদনের শেষ তারিখ- আবেদনকারীরা আগামী ২১ জুলাই, ২০২২-এর আগে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অফিসিয়াল নোটিশ: https://isam.org.in/recruitment.aspx
অফিসিয়াল ওয়েবসাইট: https://isam.org.in/
আবেদনের লিঙ্ক: https://isam.org.in/newapplic.aspx