পার্থ মান্নাঃ গরিব থেকে মধ্যবিত্ত দেশবাসীদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা হয়ে থাকে। প্রতি মাসেই রেশন কার্ড অনুযায়ী কেজি কেজি চাল, গম পাওয়া যায়। তবে সম্প্রতি এই খাদ্যশস্য দেওয়ার নিয়মে বদল আনা হয়েছে। জানা যাচ্ছে নতুন নিয়মের ফলে চালের পরিমাণ কমে যাবে বদলে গমের পরিমাণ বা এড়িয়ে দেওয়া হবে। এমাস অর্থাৎ ১লা নভেম্বর থেকেই নিয়ম চালু করা হয়েছে। আপনার কার্ডের কি হবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
প্রতিমাসের ফ্রি রেশনের নিয়মে বড় বদল
এমাসের শুরু থেকে অর্থাৎ ১ লা নভেম্বর থেকেই রেশনের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যার জেরে চাল ও গমের পরিমাণ পাল্টে গিয়েছে। তাই আগে যে পরিমাণ খাদ্যশস্য পাওয়া যেত এখন আর সেটা মিলবে না। এতদিন কার্ড পিছু ৩ কেজি চাল ও ২ কেজি গম দেওয়া হত, তবে এবার থেকে নাকি দুটোই সমান করে দেওয়া হবে। তাহলে বেশি পাওয়া যাবে নাকি কম? চলুন দেখে নেওয়া যাক হিসেবে।
কোন কার্ড কত চাল ও গম পাওয়া যাবে?
নতুন নিয়ম চালু হওয়ার ফলে চাল ও গমের পরিমাণ সমান হয়ে যাবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আগে যদি ৩ কেজি চাল ও ২ কেজি গম পাওয়া যেত তাহলে সেটা এখন বদলে ২.৫ কেজি চাল ও ২.৫ কেজি গম হয়ে যাবে। এই হিসাবে অন্ত্যোদয় রেশন কার্ডের ক্ষেত্রে ৩০ কেজি চাল ও ১৪ কেজি গম দেওয়া হত তবে এবার থেকে সেটা ১৭ কেজি গম ও ১৮ কেজি চাল করে দেওয়া হবে।
প্রসঙ্গত, করোনার সময় থেকেই দেশের ৮০ কোটি মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রা মোদী। সেই থেকেই রেশনের মাধ্যমে ফ্রি চাল ও গম পাওয়া যাচ্ছে। এমনকি আগামী কয়েক বছরের জন্য এই প্রকল্প চলবে বলেও জানানো হয়েছে। তবে খাদ্যশস্যের পরিমাণ সমান সমান করে দেওয়ার সিদ্ধান্ত সমাদৃত হয় নাকি সমালোচিত সেটা আগামী দিনেই বোঝা যাবে।