Koushik Dutta

প্রকৃতির মাঝে স্কুল, দেওয়ালে চক-বোর্ড, নতুন স্কুল ঝাড়খণ্ডে

করোনা আবহে বন্ধ বাচ্ছাদের স্কুল যাওয়া। তবু আটকে নেই শিক্ষা। ঝাড়খণ্ডের গ্রামে এখন নয়া শিক্ষা ব্যবস্থা। বাড়ির বাইরের দিকের দেওয়ালে চক- বোর্ড, ছোটছোটো পড়ুয়াদের নির্দিষ্ট দুরত্বে বসিয়ে হচ্ছে শিক্ষাদান। চক-বোর্ডটাও অবশ্য অভিনব। দেওয়ালের মধ্যে কালো রং দিয়ে তৈরি করা। স্থানীয় শিক্ষকদের উদ্যোগে শুরু হয়েছে এই কাজ। যার নাম দেওয়া হয়েছে ‘শিক্ষা আপনার দরজায়’।