বঙ্গ ক্রিকেটের জন্য এক বিরাট সুখবর। এবার কলকাতায় তৈরি হতে চলেছে বিশ্ব মানের ক্রিকেট স্টেডিয়াম। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামের মতোই এবার রাজারহাটে তৈরি হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম।
সিএবি-র তরফে অনেক দিন আগেই স্টেডিয়াম তৈরির জন্য জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। সিএবি-কে স্টেডিয়াম তৈরির জন্য ডুমুরজলায় একটি জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেটা জলা জমি হওয়ায় স্টেডিয়াম তৈরি করা সম্ভব হয়নি।
কয়েক দিন আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। তারপরই নতুন করে আগের জলা জমির পরিবর্তে রাজারহাটের এই জমিটি সিএবির হাতে তুলে দিতে চলেছে বিসিসিআই। তবে স্টেডিয়াম তৈরির কাজ কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কিছুই জানা যায় নি।