Kalimpong

Kalimpong: এক কাপ চা সঙ্গে বরফে মোড়া পাহাড়, নতুন বছরে বেড়িয়ে আসুন কালিম্পং-র এই গ্রাম থেকে

নিউজশর্ট ডেস্কঃ এখন শীতের মরশুম। সেভাবে শীতের দেখা নেই রাজ্যজুড়ে, তবুও এই শীতকালে বিভিন্ন জায়গায় ঘুরতে(Travel) যাওয়ার প্ল্যান করে থাকেন বাঙালিরা। এক কথায় এমন অনেক বাঙালি আছে যারা সারাবছর এই সময়টুকুতে ঘুরতে যাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। আর এই শীতের সময় কুয়াশায় ঘেরা পাহাড় দেখতে ভালোবাসেন সকলে।

তাই দার্জিলিঙে এখন যেমন ভিড় প্রচুর। ঠিক তেমনি দার্জিলিং ছাড়াও পাহাড়ের এমন অনেক অজানা জায়গা রয়েছে যেখানে পর্যটকরা ঘুরতে বেরিয়ে পড়েছেন। এমনই এক অজানা পাহাড়ি এলাকা হলো কালিম্পং-এর(Kalimpong) বং বস্তি গোকুলে। এই জায়গাটি পর্যটক কেন্দ্র হিসেবে একেবারেই নতুন। আর এই কারনে পর্যটকদের ভিড় সেভাবে নেই। তবে এখন যেহেতু পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে তাই পাহাড়ের সব জায়গাতেই মোটামুটি যাতায়াত করা সম্ভব হয়েছে।

এইসব সুবিধার জন্যই এই অজানা পাহাড়ি গ্রামে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা। এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনার। এই পাহাড়ের ঢালে ফসলের চাষ হয়, এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা হল এই কৃষিকাজ। এখানে খাবার দাবারও অত্যন্ত স্বাদের। এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে। এই হোমস্টে গুলোতে আবার আধুনিক পরিষেবা মিলবে। সুইমিং পুল থেকে বারবিকিউ-এর ব্যবস্থা সমস্ত কিছুই আছে।

আরও পড়ুন: Travel: রহস্যে ঘেরা পাহাড়ি গ্রাম, ২০২৪-র শুরুতে ঘুরে আসুন এই অজানা লোকেশন থেকে

কিভাবে যাবেন?
এখানে আসতে হলে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি করে চলে যেতে হবে সোজা কালিম্পং। এক্ষেত্রে মাথাপিছু খরচ হবে ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে। এরপরে কালিম্পঙ মোটরস্ট্যান্ড থেকে ছোট চারচাকা গাড়ি ধরতে হবে। চারচাকা গাড়ি মাথাপিছু বাবদ খরচ ৫০ থেকে ৬০ টাকা। এই মোটর স্ট্যান্ড থেকে গোকুল যেতে সময় লাগবে খুব বেশি হলে ৩০ মিনিট। আপনি যদি নতুন বছরে পাহাড়ের নিরিবিলি এলাকায় ঘুরতে যেতে চান, তাহলে কম খরচের মধ্যে এই এলাকায় ঘুরে আসতে পারেন।

Papiya Paul

X