লাল সতর্কবাণী! তিন্নি গায়েব হতেই পর্ণার জীবনে এন্ট্রি নিচ্ছে পুরনো শত্রু, ফাঁস আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতে যে কয়টি সিরিয়াল(Bengali Serial) চলছে তার মধ্যে দর্শকদের অন্যতম প্রিয় সিরিয়াল জি বাংলার(Zee Bangla) ‘নিম ফুলের মধু'(Neem Phooler Madhu)। শুরুর দিন থেকেই অন্যান্য পাঁচটা সিরিয়াল থেকে একেবারেই আলাদা ধাঁচে গল্প এগিয়ে নিয়ে যাচ্ছেন নির্মাতারা। স্বামী, স্ত্রী এবং শ্বশুরবাড়ির পরিবেশের বাস্তব জীবন তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে।

একদম শুরুতে পর্ণার শ্বশুরবাড়ি দত্ত বাড়িতে যেভাবে দেখানো হয়েছে সেখান থেকে অনেক বদলে গেছে দত্ত বাড়ির পরিবারের সদস্যরা। সৃজনের মা বারবার ‘বাবুউ।..’ চিৎকার করে তবুও পর্ণার কাছে নত হননা। বৌমা যতই ভালো কাজ করুক তবু পর্ণাকে অপমান না করলে তার পেটের ভাত হজম হয় না। এমনি শাশুড়ি যে বৌমার মৃত্যু কামনা পর্যন্ত করে। এই জন্য দর্শকদের বিচারে সবথেকে খারাপ শাশুড়ির তকমা পেয়েছে সৃজনের মা।

এই সিরিয়াল যারা নিয়মিত দেখেন তারা জানেন যে পর্ণা যে এতদিন বিপাশা ব্যানার্জি সেজে শাড়ির কথা ব্যবসাটা চালাচ্ছিল, সে কথা ফাঁস হয়ে যাওয়ার পর সারাদিন রাত অপমান করে চলেছে কৃষ্ণা। এমনকি ছেলে এবং বৌমার মধ্যে ডিভোর্স করার জন্য উঠে পড়ে লেগেছে সৃজনের মা। তবে এবার ধারাবাহিকে আসতে চলেছে নতুন টুইস্ট। কুচুটে তিন্নি রানী বিদায় নেওয়ার পর দত্তবাড়িতে এসে হাজির হয়েছে নতুন আরেক ভিলেন।

আগামী পর্বে দত্ত বাড়িতে এন্ট্রি নেবে সে। এই মেয়েটি আসলে পর্নার কলেজ জীবনের এক পুরনো শত্রু, যার নাম ইশা। পর্নার জীবনে সে কিভাবে ক্ষতি করে তাকে কিভাবে বিপদের মুখে ফেলবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।

Avatar

Papiya Paul

X