বিয়ের পর থেকেই মিডিয়া লাইমলাইটে রয়েছেন টেলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। গত ১ মে তৃণমূলের হেভিওয়েট যুবনেতা সৌম্য বক্সীর (Soumya Bakhsi) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তারপর থেকেই নিজের নামের সাথে জুড়ে নিয়েছেন স্বামীর নাম। এইমুহুর্তে তিনি কেবল একজন অভিনেত্রী নন। তারসাথে একসময়ের ডাকসাঁইটে বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূ তিনি।
বিয়ের পর থেকেই দারুন চর্চায় রয়েছেন এই অভিনেত্রী। আর গত শুক্রবার একেবারে নতুন সাজে ধরা দিলেন ছোটপর্দার বেনী। নতুন কনের ছবি দেখে উত্তেজনা ছড়িয়েছে ভক্তমহলেও। কপালে সিঁদুর, হাতে শাঁখা বাধানো, পলা বাঁধানো, সোনার চওড়া মানতাসা আর একমুখ হাসি নিয়ে সেলফি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
সুদীপ্তার করা পোস্টে দেখা যাচ্ছে গাড়ির ভিতরেই নিজেকে ফ্রেমবন্দি করেছেন সোহাগ জল অভিনেত্রী। পরনে রয়েছে চওড়া পাড়ের সবুজ শাড়ি। টিমআপ করেছেন গোলাপী ব্লাউজের সাথে। খোলা চুল, কানে সোনার দুল, সবে মিলিয়ে এইদিন দূর্দান্ত লাগছিল সুদীপ্তাকে। এর আগেও একদিন হলুদ সালোয়ার স্যুট পরে সৌম্যর সাথে ফ্রেমবন্দি হয়েছিলেন নায়িকা।
এদিকে কাজের কথা বললে, এখন সুদীপ্তাকে দেখা যাচ্ছে, সোহাগ জলে বেণী বৌদির চরিত্রে। তবে এখনো নাকি শুটিং ফ্লোরে পা রাখেননি। জানা যাচ্ছে বিয়ের পর আদি শ্বশুরবাড়িতে যাওয়ার কথা জানিয়েছিলেন। যা ঘাটাল থেকে সামান্য দূরে। সেখানে দেবী দুর্গার পুজোর পরেই কাজে যোগ দেবেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে এক বিজয়া সম্মেলনীতে তাদের প্রথম আলাপ। সেখান থেকেই শুরু পরিচয়। এরপর আলাপ গড়ায় প্রেম অবধি। এরপর আজ থেকে দেড় বছর আগেই বিয়ের কথা জানিয়েছিলেন নায়িকা। তখন থেকেই চলছিল বিয়ের প্রস্তুতি। দীর্ঘ চার বছর ধরে প্রেম করার পর অবশেষে সম্পর্কে শিলমোহর দিলেন সৌম্য সুদীপ্তা।