Arijit

জীবনের সেরা থ্রো করেও সোনা জেতা হল না অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজের

টোকিও অলিম্পিকে সোনা জিতে সারা বিশ্বের কাছে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন নীরাজ চোপরা। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় সারা বিশ্বের সমস্ত প্রতিযোগিদের হারিয়ে প্রথম স্থান অধিকার করে সোনা জিতে নিয়েছিলেন নীরজ চোপড়া।

   

টোকিও অলিম্পিক এর পর এই প্রথম বার পাভো নুর্মি গেমসে নেমেছিলেন নীরজ চোপড়া। আর নেমেই নিজের সেরা পারফরম্যান্স করে জাতীয় রেকর্ড করলেন নীরজ চোপড়া। কিন্তু সোনা জেতা হল না নীরজ চোপড়ার।

এইদিন প্রথম রাউন্ডে 86.92 মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ চোপড়ার। দ্বিতীয় রাউন্ডে নীরজ 89.30 মিটার ছুড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে যান তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই নীরজের থ্রোয়ের পরেই তাঁকে টপকে যান ফিনল্যান্ডের অলিভার হেল্যান্ডার। তিনি 89.83 মিটার ছোড়েন। হেল্যান্ডারের এই পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়া এর পর নীরজের পক্ষে সম্ভব ছিল না।