Arijit

সোনা জিতে স্বর্গীয় মিলখা সিং-কে পদক উৎসর্গ করলেন নীরজ, বললেন হৃদয় ছুঁয়ে যাওয়া কথা

নীরজ চোপড়ার হাত ধরে টোকিও অলিম্পিকে প্রথম সোনার পদক এল ভারতে। অলিম্পিকে সোনার পদক জিতে সারা দেশকে গর্বিত করেছেন নীরজ। সেই সঙ্গে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। আর এই সোনার পদক জিতে নীরজ উৎসর্গ করেছেন মিলখা সিং-কে। দেড় মাস আগে করোনা ও বার্ধক্যজনিত কারণে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন মিলখা সিং। আর তাই অ্যাথলেটিক্সে প্রথম পদক জিতে মিলখা সিংকে উৎসর্গ করলেন নীরজ।

   

সোনা জেতার পর সংবাদমাধ্যমকে নীরজ জানিয়েছেন, “আজ শুধু অন্য কিছু করতে চেয়েছিলাম। সোনা জেতার ব্যাপারে ভাবছিলামই না। শুরু থেকেই অলিম্পিকে রেকর্ড ভাঙতে চেয়েছিলাম এবং সেটা করতে গিয়ে সোনা এসে গেছে।”

মিলখার পাশাপাশি পি টি ঊষা সহ যে সমস্ত ক্রীড়াবিদরা অল্পের জন্য অলিম্পিকে সোনা পায়নি তাদেরকেও এই পদক উৎসর্গ করেছেন নীরজ। সেই সঙ্গে নীরজ জানিয়েছেন আজ মিলখা বেঁচে থাকলে তিনি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করে সোনার পদক দেখিয়ে আসতেন।