নিউজশর্ট ডেস্কঃ বিশ্বের সেরা ধনীদের মধ্যে অন্যতম হলেন রিলায়েন্স(Reliance) জিও’র(Jio) কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। আম্বানি পরিবারের রাজকীয় জীবনযাপন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে যে কারোরই। পৃথিবীর এমন কোনো ঐশ্বর্য নেই যা আম্বানি পরিবারের কাছে নেই। মুকেশ-নীতার প্রাসাদপ্রম অট্টালিকা প্রায় সবকিছুই সোনায় মোড়া।
এখানে জানিয়ে রাখি এই পরিবারের সবচেয়ে শৌখিন মানুষ হলেন মুকেশ জায়া নীতা আম্বানি (Nita Ambani)। তিনি তার শখের জন্য বিশেষ বিখ্যাত। নীতা আম্বানি(Nita Ambani) এমন একজন মানুষ যিনি কেবলমাত্র নিজের শখ পূরণ করতে কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধাবোধ করেন না। পাশাপাশি ফ্যাশন নিয়েও দারুন ওয়াকিবহাল থাকেন তিনি।
তার পোশাক আসাক থেকে শুরু করে গয়না সবেতেই থাকে আভিজাত্য এবং নতুনত্বের ছোঁয়া। এমতাবস্থায় নীতা আম্বানির গাড়ির কালেকশনের কথা শুনলে তো চোখ কপালে উঠবেই। যার মধ্যে রয়েছে Audi9 Chameleon। নীতা আম্বানির এই গাড়িতে যে ফিচার্স রয়েছে তা শুনলে সত্যিই অবাক হবেন। একাধিক বৈশিষ্ট্য রয়েছে নীতা আম্বানির এই বিলাসবহুল গাড়িতে।
প্রসঙ্গত উল্লেখ্য, এইধরনের বৈশিষ্ট্য সাধারণ গাড়িতে আপনি খুঁজে পাবেন না। Audi9 Chameleon গাড়িতে একটি বৈদ্যুতিক পেইন্ট সিস্টেম রয়েছে যা গাড়ির বাইরের রং পরিবর্তন করে। সূত্রের খবর, নীতা আম্বানির এই গাড়ির দাম প্রায় ৯০ কোটি টাকা। নীতা আম্বানির এই গাড়ির দাম একজন মধ্যবিত্ত পরিবারের সারা জীবনের রোজগারের থেকেও যে বেশি, সেকথা বলাই বাহুল্য।