ভ্রমণ,ভারত,লাওস,দুবাই,সিঙ্গাপুর,মালদ্বীপ,ওমান,ভুটান,থাইল্যান্ড,Travel,India,Dubai,Singapore,Maldives,Oman,Bhutan,Thiland

Moumita

ভিসা ছাড়াও শুধু ভারতীয় পাসপোর্ট দিয়েই মিলবে বিদেশে ভ্রমণের সুযোগ, রইল বিস্তারিত

বর্তমানে দিন দিন বাড়ছে ভ্রমণ পিপাসুদের সংখ্যা। প্রত্যেক মানুষেরই বিদেশের পরিবেশ, আবহাওয়া, সমাজ ও সংস্কৃতি সম্বন্ধে বিশদে জানার সুপ্ত একটা ইচ্ছা থাকেই। আর সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে সেই দেশ ভ্রমণের ইচ্ছাটাও জেগে ওঠে মনের মধ্যে। কিন্তু বিদেশ ভ্রমণের ইচ্ছা হলেই তো বেড়িয়ে পড়া যায় না, তার জন্য প্রয়োজন যথাযথ ভিসা। আজ এমন ৫ টি দেশের কথা বলবো যেখানে ভিসা ছাড়াও স্বচ্ছন্দ্যে ঘুরে আসতে পারবেন আপনি। শুধুমাত্র ভারতীয় পাসপোর্ট থাকলেই মিলবে দেশ ভ্রমণের সুযোগ।

   

১) লাওস : ভারত থেকে মাত্র পাঁচ ঘণ্টার দূরত্বে অবস্থিত এই দেশটি নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পুরনো মন্দির, গুহা, বন, জলপ্রপাত, পাহাড় এবং দুঃসাহসিক সমস্ত আধুনিক স্পোর্টস লাওসের কিছু অনন্য বৈশিষ্ট্য। সবে মিলিয়ে এক রোমাঞ্চকর অনুভূতি জাগবে লাওস ভ্রমণ করলে। জানিয়ে রাখি, ভারতীয় নাগরিকরা পেয়ে যাচ্ছেন বিশেষ সুবিধা। আপনি যদি বৈধ ভারতীয় পাসপোর্টধারী হন তাহলে লাওসের ভিসার জন্য আগাম আবেদন করতে হবে না আপনাকে।  লাওসে ভারতীয়দের জন্য ৩০ দিনের ভিসা অন অ্যারাইভাল দেওয়া হয়।

২) দুবাই : আন্তর্জাতিক ভ্রমনস্থান গুলির মধ্যে দুবাই অন্যতম। বিলাসবহুল জীবন-যাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি, আকাশচুম্বি অট্রালিকা, হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জসহ নানা কারণে দুবাই ভ্রমণ-প্রিয়দের পছন্দের শীর্ষে। পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় শহর দুবাই। বুর্জ খলিফা’ ও ‘পাম জুমাইরাহ : দুবাইয়ের সবচেয়ে বড় আকর্ষণ বলা হয়ে থাকে। অনেক পর্যটক শুধু এই দুটি স্থান উপভোগ করতেই বারবার নিজ দেশ থেকে দুবাই উড়াল দেয়। অভিজ্ঞতার এক আলাদাই জায়গা দুবাই এবং মাত্র ৩ ঘন্টা ৩৫ মিনিটে দুবাই পৌঁছানো সম্ভব। এছাড়াও ভারতীয় নাগরিকদের জন্য দুবাই (UAE) তে আগমনের ১৪ দিনের বৈধ ভিসা রয়েছে।

৩) ওমান: পাহাড়, সাগর, মরুভূমি আর প্রাসাদের দেশ ওমানকে বিশ্বের বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা মানা হয়। মাত্র ৩ ঘন্টা ৩০ মিনিটের ব্যবধানে অবস্থিত এই দেশটি মধুচন্দ্রিমার জন্য একেবারে আদর্শ। ভারতীয় নাগরিকদের খুব বেশি কাঠখড় পোড়াতে হয়না। খুব সহজেই ওমানের একটি ই-ভিসা পেতে পেয়ে যেতে পারেন আপনি।

৪) মালদ্বীপ : প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালদ্বীপ হলো অসংখ্য দ্বীপের দেশ। ভ্রমণ যাঁদের নেশা, তাঁদের পক্ষে মলদ্বীপকে বাদের খাতায় রাখা মোটেই সুখকর নয়। এশিয়ার সবচেয়ে ছোট এবং দুনিয়ার সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন। এখানকার শান্ত -মনোরম পরিবেশই পর্যটকদের প্রধান আকর্ষণ। যেখানে জলের রং নীল আর বালির রং সাদা। তীর ঘেঁষে গড়ে উঠা মালদ্বীপের সবগুলো দ্বীপের চারদিকে ঘিরে আছে সাগরের অফুরন্ত জলরাশি। সৌন্দর্যের লীলাভূমি এই দ্বীপরাষ্ট্রে পৌঁছাতে সময় লাগে মাত্র ৪ ঘন্টা। উল্লেখ্য এই যে ভারতীয় নাগরিকদের মালদ্বীপ যাওয়ার সময় কোনও ভিসার প্রয়োজন পড়বেনা। মালদ্বীপে পৌঁছেই ভিসা পাওয়া সম্ভব।

৫) থাইল্যান্ড : প্রাকৃতিক রূপ লাবণ্যে ভরপুর থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি পরিবেশ বান্ধব দেশ। আর বাজেট ট্রাভেলারদের কাছে তো এই জায়গা পুরো স্বর্গরাজ্য‌‌। সমুদ্র সৈকত এবং পাহাড়ি গ্রামের অপূর্ব মেলবন্ধন হলো থাইল্যান্ড। ভ্রমণের এই স্বর্গপুরিতে বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে আসে প্রাকৃতিক সৌন্দর্যের লোভে। ভারতীয় পাসপোর্টধারীদের দু সপ্তাহের জন্য অন অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে থাইল্যান্ডের ক্ষেত্রে।

৬) সিঙ্গাপুর : সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে কাঙ্খিত জায়গা হলো সিঙ্গাপুর। আধুনিক স্থাপত্য শৈলী আর অপরূপ সৌন্দর্যে ভরপুর দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের একটি একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র এটি। এখানকার সুন্দর সমতল ভূমিতে একান্তে হেঁটে চলার আনন্দই আলাদা। সেখানকার নানান পদের রান্না, প্রাকৃতিক দৃশ্য সব পর্যটককেই মুগ্ধ করে। ভিসার ব্যাপারে বলল ভারতীয়দের জন্য খুব তাড়াতাড়িই ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়। যে কোনও ভারতীয় নাগরিক সিঙ্গাপুর দূতাবাস দ্বারা জারি করা ট্যুরিস্ট ভিসার সৌজন্যে ৩০ দিন পর্যন্ত থাকতে পারেন এই স্বপ্নপুরিতে।

৭) ভুটান : পর্যটকদের চোখে ভুটান মানেই পাহাড়, জঙ্গল, আর সবুজ প্রকৃতি। এখানের আশ্চর্যজনক তুষার শিখর পর্বতমালা এবং ছায়াময় বনের মনোরম প্রাকৃতিক দৃশ্য এদেশের সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। ভুটান যেন স্বয়ং স্বর্গ দর্শন! ভারত থেকে মাত্র দু ঘন্টার দূরত্বে এই দেশে গেলেই মন ভালো হয়ে উঠবে যে কারোর। সবচেয়ে আনন্দের বিষয় হলো ভুটান ভ্রমণের জন্য কোনও ভারতীয়র লাগবেনা আলাদা কোনও ভিসা।