নিউজশর্ট ডেস্কঃ পাহাড়(Hill) ভালবাসেন না, এমন বাঙালি হয়তো খুঁজেও মিলবে না। জীবনে অন্তত একবার পাহাড় দেখার ইচ্ছে সকলেরই থাকে। এমন অনেক পর্যটক আছেন যারা দু-একদিনের ছুটি পেলেও পাহাড়ে ঘুরতে চলে যান। পাহাড়ের উঁচু পাইনবন, কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, চারিদিকে ভেসে বেড়ানো মেঘ, সবুজে ঘেরা বন সব চাক্ষুষ করার জন্য বারে বারে পাহাড়ে চলে যান পর্যটকরা।
অনেকেই পাহাড় বলতে দার্জিলিং(Darjeeling) কিংবা কালিম্পংকেই(Kalimpong) ভেবে রেখেছেন। এমন অনেক অফবিট(Offbeat) জায়গা রয়েছে যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে। আজকে এমনই এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখবার মত আর জায়গার সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই জায়গাটির নাম চারখোল(Charkhol)। এখানে আপনি শিলিগুড়ি হয়েও যেতে পারেন, কালিম্পং হয়েও ঘুরে আসতে পারেন।
যেহেতু বর্ষার মরশুম চলেছে, তাই সঙ্গে রেইনকোট নিতে কিন্তু একদম ভুলবেন না। প্রকৃতি এবং আধুনিকতার এক আশ্চর্য মেলবন্ধন রয়েছে এই জায়গাতে। একদিকে যেমন রয়েছে পাহাড়ি তিস্তা নদী, অন্যদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখানে ট্রেক করার উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এছাড়া চারিদিকে ঘুরে দেখার জন্য বেশ কিছু জায়গাও আছে। এখানে ছোট ছোট ট্রেক রুট যেগুলো আপনি পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারবেন।
আপনি ন্যাওরা ভ্যালি চলে যেতে পারেন। এর সাথেই সমথার, বুদ্ধপার্ক, ইয়াম্বাকুম ভিউপয়েন্ট, পানবু ভিউ পয়েন্ট ঘুরে দেখতে পারেন। নিশ্চিত ভাবে বলা যাবে যে, প্রত্যেকটি জায়গায় সৌন্দর্য আলাদা রকমের। কোন একজন অঙ্কন শিল্পী যেন রং দিয়ে প্রকৃতিকে সাজিয়ে তুলেছেন।
কিভাবে যাবেন? কোথায় থাকবেন? কালিম্পং ও শিলিগুড়ি দুই দিক থেকে এখানে পৌঁছানো যায়। শিলিগুড়ি থেকে যেতে চাইলে ছোট গাড়িতে প্রায় ৩৫৫০ টাকার মতো ভাড়া নেবে। আর এখানেই থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে। যেখানে থাকা এবং খাওয়া মিলিয়ে প্রত্যেকের জন্য ১০০০ থেকে ১২০০ টাকা খরচ পড়বে। এবার সময় এবং সুযোগ খোঁজে বেরিয়ে পড়ুন এই চার খোলের উদ্দেশ্যে।