আর গোয়া নয়, একদম অল্প খরচে ঘুরে আসুন বাড়ির কাছের এই সি-বিচ থেকে, মিলবে স্বর্গসুখ

নিউজশর্ট ডেস্কঃ New Travel Destination Near Puri: আপনি যদি সদ্য বিয়ে করে থাকেন তাহলে বিয়ের পর মধুচন্দ্রিমা যাওয়ার প্ল্যান হয়তো শুরু করে দিয়েছেন। অনেক বাড়ি থেকেই নিয়ম থাকে বিয়ের পর প্রথমবার পুরীতেই(Puri) ঘুরতে যেতে হয়। আপনি যদি একাধিকবার পুরী ঘুরতে গিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই নতুন মানুষটির সঙ্গে পুরী যেতে আপনার মন চাইবে না। তবে আপনি পুরী থেকে কিছুটা দূরে এই নির্জন নিরিবিলি সমুদ্র সৈকতে কিছুটা দিন কাটাতেই পারেন। এরপর একদিন সময় করে জগন্নাথের দর্শন করে যেতে পারেন। অর্থাৎ একদিকে রথ দেখা থুড়ি সমুদ্র আর জগন্নাথ দুটোই দর্শন করা হবে।

আপনি যদি পাহাড়, হ্রদ, সমুদ্র তিনটি একসঙ্গে উপভোগ করতে চান তাহলে ঘুরে আসতে পারেন গোপালপুর(Gopalpur Sea Beach)থেকে। এর জন্য আপনাকে ওড়িশাতে(Odisha) যেতে হবে। এটি ওড়িশার গঞ্জাম জেলার ব্রহ্মপুর স্টেশন থেকে অটো বা গাড়ি করে মাত্র ৩০ মিনিটের মধ্যে এই জায়গায় পৌঁছে যাওয়া যাবে।

এখানের সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনি। হোটেলের ব্যালকনিতে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। এখানেও সমুদ্র সৈকত আছে তবে দীঘা-পুরীর মত এত ভিড় নয়। এখানে মানুষের আনাগোনা কম তাই নিরিবিলিতে বেশ কয়েকটি দিন ছুটি কাটিয়ে নিতে পারেন। এখানে বেশ কিছু সাইটসিঙের জায়গা রয়েছে যার জন্য গাড়ি ভাড়া করে ভোরবেলায় বেরিয়ে পড়তে পারেন।

সতীর ৫১ পীঠের অন্যতম তাড়াতাড়িনীর মন্দির রয়েছে এখানে, এরপর পাবেন রম্ভা, এটি চিলকা হ্রদের একটি অংশ। এর পাশে আবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পূর্বঘাট পর্বতমালা। এরপর পৌঁছে যাবেন ব্রেকফাস্ট আইল্যান্ড। বিপুল জলরাশির মধ্যে এক টুকরো কংক্রিটের ঘরকে বলা হয় ব্রেকফাস্ট আইল্যান্ড।

কিভাবে পৌছবেন এই গোপালপুরে?
দক্ষিণ ভারতগামী যে কোন একটা ট্রেনে উঠে ব্রহ্মপুর স্টেশনে নামতে হবে। এরপর সেখান থেকে অটো বা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে গোপালপুর পৌঁছে যাওয়া যাবে। এখানে প্রচুর হোটেল বা রিসোর্ট রয়েছে। থাকারও কোনো অসুবিধা নেই।

Papiya Paul

X