November Month Bank Holiday List

দীপাবলি দিয়ে শুরু, নভেম্বর মাসে ১৩ দিন বন্ধ ব্যাঙ্ক! আগেভাগেই দেখে রাখুন ছুটির তালিকা

পার্থ মান্নাঃ আর মাত্র দু-তিন দিনের অপেক্ষা তারপরেই কালীপুজো। এবছর ৩১ শে অক্টোবর পড়েছে কালীপুজো। এই দিনে পুজোর আনন্দে মেতে উঠবে ছোট থেকে বড় সকলেই। তবে সমস্যা হল অনেকেরই ব্যাঙ্কিং রিলেটেট কাজ থাকতে তাই ছুটি পড়লেই কাজের অসুবিধা হয়ে যায়। তাই কালীপুজোয় ব্যাঙ্ক খোলা থাকবে কি না সেই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। চিন্তা নেই, আজকের প্রতিবেদনেই তার উত্তর মিলবে। একইসাথে নভেম্বর মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই তালিকাও পেয়ে যাবেন।

কালীপুজোয় খোলা থাকবে ব্যাঙ্ক?

আগামীকাল অর্থাৎ সোমবার ২৮ তারিখ এরপর মঙ্গলবার ২৯ ও বুধবার ৩০ তারিখ ব্যাঙ্ক খোলাই থাকবে। তবে ৩১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই আপনার যদি কোনো কাজ করার থাকে তাহলে সেটা আগে ভাগে সেরে রাখাই ভালো। অবশ্য ৩১ তারিখ বন্ধ থাকলেও ১ ও ২ নভেম্বর তারিখে কিন্তু ব্যাঙ্ক খোলাই থাকবে।

কালীপুজো ও ভাইফোঁটার সরকারি ছুটি

যেমনটা জানা যাচ্ছে সরকারি কর্মীদের কালীপুজোর দিন অর্থাৎ ৩১শে অক্টোবর ছুটি পড়বে। যেটা চলবে ভাইফোঁটা অবধি, অর্থাৎ আগামী ৫ই অক্টোবর পর্যন্ত। তারপরেই আবার ছট পুজোর জন্যও ছুটি পাওয়া যাবে। সুতরাং লম্বা ছুটি মিলবে নভেম্বর মাসে সেটা বলা যেতেই পারে।

ছট পুজোর ছুটি

এবছর ৭ ও ৮ নভেম্বর ছট পুজো পালন হবে একাধিক রাজ্যে। এই সময় ব্যাঙ্কও বন্ধ থাকবে আর সরকারি কর্মচারীদেরও ছুটি থাকবে। আগে ছট পুজোর জন্য পশ্চিমবঙ্গের সকল কর্মচারীরা ছুটি পেতেন না। তবে মুখ্যমন্ত্রী কয়েকবছর আগেই সকলের জন্য ছুটির ঘোষণা করেছেন। এমনকি স্কুল কলেজেও ছুটি থাকবে ছট পুজো উপলক্ষে।

নভেম্বর মাসের ব্যাঙ্ক ছুটির তালিকাঃ

১। ১ লা নভেম্বর : দীপাবলি অমাবস্যা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২। ২ রা নভেম্বর : দীপাবলি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
৩। ৩ রা নভেম্বর : রবিবার সপ্তাহিক ছুটি হিসাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪। ৭ ই নভেম্বর : ছট পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫। ৮ ই নভেম্বর : ভেঙ্গালা উপলক্ষে মেঘালয়, রাঁচি ও পাটনা জেলায় ছট পুজোর ছুটি থাকবে।
৬। ৯ ই নভেম্বর : মাসের দ্বিতীয় শনিবার হিসাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭। ১০ ই নভেম্বর : রবিবার সাপ্তাহিক ছুটি হিসাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮। ১২ ই নভেম্বর এগাস-বাওয়ালের কারণে দেরাদুনের ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক খোলাই থাকবে।
৯। ১৫ ই নভেম্বর : গুরুওনানক জয়ন্তীর ছুটি হিসাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০। ১৭ ই নভেম্বর : রবিবার হিসাবে সাপ্তাহিক ছুটি থাকবে।
১১। ১৮ ই নভেম্বর কনকদাস জয়ন্তী উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২। ২৩ শে নভেম্বর : চতুর্থ শনিবার হওয়ার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩। ২৪ শে নভেম্বর : রবিবার হওয়ার কারণে সাপ্তাহিক ছুটি থাকবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X