প্রসেনজিৎ চ্যাটার্জী,দিতিপ্রিয়া,আয় খুকু আয়,টলিউড,বিনোদন,prasenjit chatterjee,Ditipriya,Ay khuku ay,Tollywood,Entertainment

Moumita

চিত্রনাট্যের প্রয়োজনে গালিগালাজ দিতেও রাজি প্রসেনজিৎ! সিনেমার প্রমোশনে এসে অকপট বুম্বাদা

আজই মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ এর আসন্ন ছবি ‘আয় খুকু আয়’। আর সেই সিনেমার প্রমোশনে তাই প্রচণ্ড ব্যস্ত এখন তারকা। সিনেমাতে তার সাথে অভিনয় করেছেন দিতিপ্রিয়া, তাকেও এদিন প্রচারের মাঠে দেখা গেল। প্রসেনজিৎ এর এই ফিল্ম এক সিঙ্গল ফাদার আর তার মেয়ের গল্প, আর সেই মেয়ের চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া।

   

ছবিতে তিনি ‘নির্মল মন্ডল’ সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করেছেন। তার মেয়েকে তিনি কিভাবে বড় করে তুলছেন তারপর পৌঁছে দিচ্ছেন বিয়ের পিঁড়িতে। ছবিতে প্রসেনজিৎ এর সাথে দেখা যাচ্ছে দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত এবং রাফিয়াথ রশিদ মিথিলাকে।

প্রচার চালানোর সময়ই এক সাক্ষাৎকার দেন প্রসেনজিৎ, সেখানে তাকে প্রশ্ন করা হয় যে তার পুরনো সিনেমা ‘বাইশে শ্রাবণ’ এর পুরোটাই প্রায় অশ্রাব্য ভাষায় ভর্ত্তি, তাহলে তাকেও কি জেলে যেতে হতে পারে? প্রসঙ্গত জানিয়ে রাখি যে, সোশ্যাল মিডিয়াতে অশ্রাব্য ভাষা প্রয়োগের জন্যই জেলে যেতে হয়েছে রোদ্দুর রায়কে। এদিন সেই কথা টেনেই প্রশ্ন করা হয় তাকেও। এছাড়া প্রসেনজিৎ কে এটাও জিজ্ঞাসা করা হয় যে, তিনি কি আবারো ওইধরনের ফিল্মে অভিনয় করতে চাইবেন?

যদিও খুব যত্ন করে রাজনৈতিক তরজা এড়িয়ে গেলেন প্রসেনজিৎ। তবে তিনি বলেন যে, গালাগালি করার জন্য অবশ্যই তাকে গ্রেফতার করা যেতে পারে। তবে তিনি শুধু বাইশে শ্রাবণ নয়, মনে করিয়ে দেন তিন ইয়ারির কথাও। সেখানে তো ফিল্মটিকে দীর্ঘ ৯ মাস ধরে সেন্সরবোর্ড আটকে রেখে দিয়েছিল। এছাড়া তার মনে হয়েছিল যে এবার ইন্ডাস্ট্রির অন্তত কিছুটা হলেও সাবালক হওয়া উচিত।

এছাড়া তিনি এও বলেন যে, একই সাথে দুটি সম্পূর্ন আলাদা রকমের সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ এবং ‘অটোগ্রাফ’ এ অভিনয় করেছেন তিনি। এদিন অবশ্য টলিউডে তার শ্বশুরবাড়ি জিন্দাবাদ এর ওপর তৈরি হওয়া বিভিন্ন মিম নিয়েও প্রতিক্রিয়া দেন তিনি।