‘প্রতীকের সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই, রোজ ওঁর সিরিয়াল দেখি’, শঙ্খকে নিয়ে অকপট পর্দার ‘মোহর’

ছোটপর্দায় খুবই জনপ্রিয় শঙ্খ এবং মোহরের জুটি। মোহর খ্যাত সোনামনি সাহাকে ইন্ডাস্ট্রিতে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয় এই চরিত্র। সোনামনি এবং প্রতিকের জুটি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয় হয়ে ওঠে। তাদের একসাথে করা প্রথম ধারাবাহিক ছিল সেটি, কিন্তু এরপর আবার তারা একসাথে কামব্যাক করেছেন তবে একসাথে নয়, পৃথক দুই ধারাবাহিকে।

স্টার জলসায় মানুষ আবারো শঙ্খস্যার এবং মোহরকে দেখতে পেলেও তাদের আলাদা আলাদা দেখে বেশ ম্রিয়মাণ দর্শকরা। তাদের করুন আর্তি না শুনেই সোনামনি এবং প্রতীককে দুই আলাদা ধারাবাহিকে কাস্ট করেছে চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু একসাথে না হলেও আবার তাদের পর্দায় দেখতে পেয়েই খুশি দর্শকরা। তবে এবার কি শঙ্খস্যার এর মোহরের মধ্যে TRP নিয়ে রেষারেষি শুরু হতে চলেছে? কে মাত দেবে, শঙ্খস্যার নাকি মোহর?

এই বিষয়ে মুখ খোলেন খোদ মোহর নামে বিখ্যাত সোনামনি সাহা। এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, “তাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে তা মনে করেন না অভিনেত্রী। কারণ প্রতীকের সঙ্গে কোনও প্রতিযোগিতা নেই তার। এছাড়া একই চ্যানেলে লড়াইয়ের প্রশ্নই হয় না”।

বর্তমানে সোনামনি শঙ্খস্যারকে ছেড়ে এক অন্য সিরিয়ালের লিড রোলে রয়েছেন। তার নতুন ধারাবাহিকের নাম ‘একাদোক্কা’। এই ধারাবাহিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ সপ্তর্ষির বিপরীতে অভিনয় করছেন তিনি অপরদিকে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে প্রতিক জুটি বাঁধছে দেবচন্দ্রিমার সাথে। তবে তিনি যে, প্রতীকের করা ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক রোজ দেখেন সেটাও জানান তিনি। এমনকি টিভিতে দেখা না হলে মোবাইল অ্যাপে হলেও দেখেন সোনামনি। প্রতীককে এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানানো ছাড়াও তিনি বলেন যে, দেবচন্দ্রিমা এবং প্রতীককে একসাথে খুবই ভালো মানিয়েছে।

Avatar

Moumita

X