নিউজশর্ট ডেস্ক: এখনও ভারতবর্ষের (India) বহু-প্রত্যন্ত এলাকার মেয়ে সন্তান জন্মানো মানেই পরিবারের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই শিক্ষার আলো দিয়েই সেই অন্ধকার দূর করার জন্য বছরের পর বছর ধরে জোর দেওয়া হচ্ছে নারীশিক্ষার ওপর।
তাই এবার দেশ জুড়ে মেয়ে সন্তানদের অগ্রগতির জন্য একাধিক জনকল্যাণ মূলক প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। এছাড়াও বিভিন্ন সংস্থাও মেয়েদের সুরক্ষার জন্য একাধিক কার্যকলাপ আনছে। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্পের আওতায় এককালীন ২৫ হাজার করে টাকা দিচ্ছে রাজ্য সরকার।
পাশাপাশি বিয়ের সময় এককালীন ২৫ হাজার টাকা দিয়েও সাহায্য করছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও,বেটি পড়াও’ প্রকল্প। তবে এই সরকারি প্রকল্পগুলি ছাড়াও মেয়েদের সার্বিক উন্নতির জন্য এক অভিনব পদক্ষেপ নিয়েছে একটি সংস্থা, যার নাম জেনেক্স (Genex)।
এবার কোন পরিবারে কন্যা সন্তান (Baby Girl) জন্ম নিলে তার নামে এগারো হাজার টাকার ডিপোজিট করে দিচ্ছে এই সংস্থা। আর মেয়ের বয়স ১৮ বছর হলেই ওই সংস্থার টাকা উইথড্রো করেও নেওয়া যেতে পারে। কিভাবে এই টাকা পাওয়া যাবে জানেন? জানা যাচ্ছে, জেনেক্সের তরফ থেকে ১১ হাজার টাকা পাওয়ার জন্য প্রথমে www.genexchild.com এই সাইটে যেতে হবে।
আরও পড়ুন: আরও সস্তা হল রান্নার গ্যাস! ১০০ টাকা খরচ বাঁচাতে বুকিং করুন এই পদ্ধতিতে
এই সাইটে গিয়ে লগইন করার পর প্রথম যে বিজ্ঞাপনটি আসবে সেটি কেটে নিচে স্ক্রল করে যে বিজ্ঞাপনে ১১,০০০ টাকা লেখা থাকব, সেখানে Register Now-অপশনে ক্লিক করতে হবে।এরপর কম্পিউটার স্ক্রিনে যে নতুন পেজ ভেসে উঠবে সেখানে আবেদনকারীর নাম, জন্মতারিখ, ইমেল লিখে নেক্সট অপশনে ক্লিক করতে হবে।
এরপর পরবর্তী পেজে মায়ের এবং বাবার সমস্ত ডিটেলস তথ্য দিতে হবে। এরপর ১১ হাজার টাকার অপশন সিলেক্ট সিলেট করে হসপিটালের সমস্ত ডিটেলস দিয়ে নেক্সট অপশনে যেতে হবে।এরপর যে নতুন পেজ খুলবে সেখানে আধার তথ্য,শহরের নাম, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসহ সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর মেয়ের বয়স ১৮ বছর বয়স সম্পন্ন হলে জেনেক্সের তরফ থেকে ১১ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।