বলিউড,বিনোদন,নতুন ছবি,মহাভারত,Bollywood,Entertainment,New Movie,Mahabharat

Moumita

হলিউডকে টেক্কা দিতে প্রস্তুত বলিউড! ৭০০ কোটির বেশি বাজেট নিয়ে 5D তে তৈরি হবে শতাব্দীর মহাযুদ্ধ ‘মহাভারত’

‘মহাভারত’, এটি শুধুই একটি মহাকাব্য নয়, বরং ভারতীয়দের কাছে একটা আবেগ, নস্টালজিয়া এটি। আর সেই নস্টালজিয়া উস্কে আবারও পর্দায় উপস্থাপিত হতে চলেছে এই মহাকাব্য। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফিরোজ নাদিওয়ালার প্রযোজনায় পর্দায় আঁকা হতে চলেছে ‘মহাভারত’। জানিয়ে রাখি এর আগে ‘হেরা ফেরি’ এবং ‘ওয়েলকাম’ এর মতো ক্লাসিক কমেডি সিনেমা প্রযোজনা করেছেন ফিরোজ।

   

প্রসঙ্গত, ‘মহাভারত’ নিয়ে বলিউডে এখন পর্যন্ত একটি সিনেমাই নির্মিত হয়েছে, যা ১৯৬৫ সালে মুক্তি পায়। তারপর আবার এই নিয়ে কাজ শুরু করেছেন ফিরোজ। যদিও মেগা এক্সক্লুসিভ সিনেমাটির পরিচালক এখনো চূড়ান্ত হয়নি। এছাড়াও শোনা যাচ্ছে যে, বিগত ৪-৫ বছর ধরে চলছে ছবির চিত্রনাট্যের কাজ এবং প্রি প্রোডাকশনেও আরো বেশ কিছু বছর ব্যয় করবেন নির্মাতারা।

জানা যাচ্ছে, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন—অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিং, পরেশ রাওয়াল, নানা পাটেকর, অনিল কাপুরের মতো বিশিষ্ট অভিনেতারা। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ হিন্দিসহ একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ড হবে যুক্তরাষ্ট্রে। আর ভিএফএক্সের দায়িত্বে থাকবে লস অ্যাঞ্জেলেসের একটি শীর্ষ কোম্পানি।

নির্মাতা থেকে কলাকুশলীদের ধারণা এই প্রথম কোনো ভারতীয় ছবি মার্ভেল এবং ডিসি ফ্র্যাঞ্চাইজিকে টক্কর দিতে সমর্থ হবে। এছাড়াও ‘দ্য লর্ড অফ দ্য রিংস’, ‘গেম অফ থ্রোনস’, ‘স্টার ওয়ার্স’ এবং ‘হ্যারি পটার’ সিনেমাগুলোর সাথে এক পাল্লায় আসবে ফিরোজের এই ‘মহাভারত। বলিউড ঘনিষ্ঠ সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ছবিটির মোট বাজেট প্রায় ৭০০ কোটি টাকা। প্রয়োজনে এই বাজেট বাড়াতেও কোনো কার্পণ্য করবেননা নির্মাতারা।

ঘনিষ্ঠ সূত্রের খবর ভিএফএক্সের চেয়েও ছবির চিত্রনাট্য, চরিত্র, গল্প বলা, আবেগ, সংলাপ ইত্যাদিকে বেশি গুরুত্বপূর্ন বলে মনে করছেন ফিরোজ নাদিওয়ালা। বলিউডের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে এই ছবি। কথিত আছে যে, সমস্ত আবেগের সমাহার হলো ‘মহাভারত’। এ শুধু মহাকাব্য নয়, এ হলো আমাদের জীবন দর্শন।

সনাতন ধর্মের মাহাত্ম্যেথ বর্ণনা রয়েছে এই মহাকাব্যে। এর আগেও এই মহাকাব্যকে বহুবার আপন করে নিয়েছে দর্শমহল। আশা করা হচ্ছে এবারও তার ব্যতিক্রম হবেনা। কখনও ছোটো পর্দায়, কখনও বড়ো পর্দায় দেখা গিয়েছে এই মহাকাব্যের নাট্যরূপ। দেখা গিয়েছে থিয়েটারের আঙ্গিকেও। আর এবার তো বিশ্বব্যাপী রিলিজ হতে চলেছে এই ছবিটি। নির্মাতা, কলাকুশলীদের থেকে শুরু করে সর্বোপরি প্রতিটি মানুষই এখন ছবিটি নিয়ে ব্যাপক উৎসাহিত।