Arijit

কানপুর টেস্টে নামার আগে ভারতের এই তিন ক্রিকেটারের ভয়ে কাঁপছে নিউজিল্যান্ড

আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। আজ কানপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। এই টেস্ট সিরিজে ভারতের প্রথম সারির একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরার মতো তারকা ক্রিকেটার এই টেস্ট সিরিজে নেই। অর্থাৎ 33 বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতার সুবর্ণ সুযোগ কেন উইলিয়ামসনদের কাছে।

   

কিন্তু কানপুর টেস্ট খেলতে নামার 24 ঘণ্টা আগে কিছুটা সতর্কের সুর শোনা গেল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের গলায়। উইলিয়ামসনের মতে, ভারতের মাটিতে যদি টেস্ট সিরিজ জিততে হয় তাহলে তাদের স্পিন আক্রমণকে অত্যন্ত সতর্কতার সঙ্গে খেলতে হবে না। হলে বিরাট, রোহিতহীন ভারতকে হারানো অসম্ভব হয়ে উঠবে।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে উইলিয়ামসন বলেন, “ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতের যে দল খেলেছিল এখানে সেই দলের বেশির ভাগ ক্রিকেটারই নেই। তাই কারা খেলছে সেটা না ভেবে আমরা নিজেদের খেলাতেই বেশি ফোকাস করতে চাই।”

এছাড়াও উইলিয়ামসন বলেন, “উপমহাদেশে টেস্ট সিরিজ জিততে হলে ওদের স্পিন আক্রমণ সামলাতে হবে। উপমহাদেশের মাটিতে স্পিনাররা বাড়তি সুবিধা পায়, সেটা জেনে আমরাও তৈরি হয়েছে। তবে ভারতের মাটিতে ওদের স্পিন সামলানো খুবই কঠিন। ভারতের এই দলে তিনজন বিশ্বমানের স্পিনার রয়েছে, যারা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।”