Bollywood,Entertainment,Art,Painting,Artist,Salman Khan,Sonakshi Sinha,Tara Sutariya,বলিউড,বিনোদন,আর্ট,চিত্র,শিল্পী,সালমান খান,সোনাক্ষি সিনহা,তারা সুতারিয়া

সোনাক্ষী থেকে সালমান, অভিনয়ের পাশাপাশি ছবি এঁকেও কোটি টাকা কামাচ্ছেন এই বলিউড তারকারা

বলিউড মানেই তারকার ছড়াছড়ি, বি-টাউনের একাধিক তারকা তাদের দুর্দান্ত অভিনয় দিয়ে আগেই দর্শকদের মন জয় করছেন। অভিনয়ের বাইরেও তাঁরা এমন কিছু প্রতিভার অধিকারী যা খুব কম মানুষেরই জানা আছে। এমন কিছু বলিউড সেলিব্রেটি রয়েছেন যারা শুধু অভিনয়ই নয় তাদের চিত্রকলার জাদু দিয়েও মুগ্ধ করেছে আপামর ভারতবাসীকে। আজ জেনে নেবো এমন কিছু বলিউড তারকার কথা যারা অভিনয়ের সাথে সাথে রঙ তুলি নিয়ে খেলতেও সমান পারদর্শী।

1. সালমান খান:- তালিকার শীর্ষে রয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। অভিনয়ের পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী তিনি। নিজের আঁকা ছবি তিনি দেখিয়েছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনকে। সালমানের আঁকা ছবির প্রশংসা করেছিলেন ফিদা হুসেনের মতো গুণী শিল্পী। এযাবৎ সালমানের আঁকা বহু ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে।
Bollywood,Entertainment,Art,Painting,Artist,Salman Khan,Sonakshi Sinha,Tara Sutariya,বলিউড,বিনোদন,আর্ট,চিত্র,শিল্পী,সালমান খান,সোনাক্ষি সিনহা,তারা সুতারিয়া

2. সোনাক্ষি সিনহা:- এই তালিকায় রয়েছে দাবাং গার্ল সোনাক্ষী সিনহার নামও। পেশাদার শিল্পীর মতোই আঁকা আঁকি করেন তিনি। তিনি ‘হাউস অব ক্রিয়েটিভিটি’ নামে মুম্বাইয়ের একটি সংস্থার প্রতিষ্ঠাতা। প্রসঙ্গত, নিজের আঁকা থেকে যে টাকা আসে তা তিনি দেশের দরিদ্র মানুষদের পিছনে খরচ করেন।
Bollywood,Entertainment,Art,Painting,Artist,Salman Khan,Sonakshi Sinha,Tara Sutariya,বলিউড,বিনোদন,আর্ট,চিত্র,শিল্পী,সালমান খান,সোনাক্ষি সিনহা,তারা সুতারিয়া

3. তারা সুতারিয়া:- বলিউড অভিনেত্রী তারা সুতারিয়াও একজন দক্ষ শিল্পী। মিডিয়া সূত্রে জানা গেছে মূলত বর্ষাকালেই ছবি আঁকতে বেশি পছন্দ করেন তিনি। তিনি মূলত চারকোল পেইন্টিং-এর ভক্ত। তিনি প্রথমবার যখন আঁকা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, তখন তার প্রতিভা দেখে অবাক হয়ে গেছিলো নেটপাড়া।

4. ইলিয়ানা ডি’ক্রুজ:- বলিউড অভিনেত্রী ইলিয়ানা একজন ফ্যাশন আইকনের পাশাপাশি একজন দুর্দান্ত চিত্রশিল্পী। ইলিয়ানা বরাবরই নিজের ক্রিয়েটিভ চিন্তাধারার জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তমহলে। প্রথমবার তিনি বেশ অভিনব কায়দায় নিজের চিত্রকর্ম তুলে ধরেছিলেন অনুরাগীদের সামনে। প্রথমে একটা ছোট্টো কবিতা শেয়ার করে শ্রোতাদের মনোযোগ কেন্দ্রীভূত করেন তারপর নিজের পেইন্টিং তুলে ধরেন সকলের সামনে।
Bollywood,Entertainment,Art,Painting,Artist,Salman Khan,Sonakshi Sinha,Tara Sutariya,বলিউড,বিনোদন,আর্ট,চিত্র,শিল্পী,সালমান খান,সোনাক্ষি সিনহা,তারা সুতারিয়া

5. সিদ্ধান্ত চতুর্বেদী:- বলিউড অভিনেতা সিদ্ধান্ত হয়তো এখনও বলিউড ইন্ডাস্ট্রিতে খুব বেশি খ্যাতি অর্জন করতে পারেননি, তবে এই তারকা নিজের চিত্রকর্মের সৌজন্যে বেশ খ্যাতি অর্জন করেছে ভক্তমহলে।

Avatar

Moumita

X