Offbeat Tourist Destination near kolkata Dalma Hills

পাহাড়-ঝর্ণা ও জঙ্গলের অপূর্ব মেলবন্ধন, রইল কলকাতার কাছেই সবুজে ঘেরা অফবিট ডেস্টিনেশনের হদিশ

নিউজশর্ট ডেস্কঃ সপ্তাহান্তে একটা ছুটির দিন হোক বা আলাদা করে ছুটি নিয়ে, ঘুরতে যাওয়ার নাম শুনলেই মন ভালো হয়ে যায়। আসলে প্রতিদিনের ব্যস্ততা ছেড়ে যদি একটু প্রকৃতির মাঝে শান্তিতে সময় কাটানো যায় তাহলে নতুন উদ্যমে কাজ শুরু করা যায়। ভ্রমণ মানেই সবার মনে দিঘা, পুরি কিংবা দার্জিলিংয়ের নাম আসে তবে সসময় কি আর ভিড়ের মধ্যে ঘুরতে যেতে ভালো লাগে নাকি! তাই আজ আপনাদের জন্য একেবারে অফবিট আর কম ভিড়ের একটা ঘুরতে যাওয়ার  জায়গার সন্ধান নিয়ে হাজির হয়েছি।

আসলে যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যান সেই সমস্ত জায়গার চর্চাই চারিদিকে হতে থাকে। তবে এমন কিছু অফিবিট জায়গা রয়েছে যেগুলো হয়েও চেনা ডেস্টিনেশনের থেকেও অনেক বেশি সুন্দর। আজ কলকাতর কাছেই এমন  একটি জায়গার সন্ধান দেব আপনাদের। জায়গাটার নাম হল ‘দলমা পাহাড়’। ভাবছেন এ কেমন নাম? আসলে দমলা পাহাড়ের নাম অনেকের কাছেই আজও অজানা। তবে এখানে একবার এলে কিন্তু ফিরতে মন চাইবে না গ্যারেন্টি।

Offbeat Tourist Destination Dalma Hills

চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, জঙ্গল থেকেই  ঝর্ণা। শহুরে কোলাহল থেকে অনেকটা দূরে আর প্রকৃতির একেবারে কাছে। নেই কোনো ভিড় ভাট্টা, হর্নের আওয়াজ আছে স্নিগ্ধ সুন্দর প্রকৃতি। এবার নিশ্চই মনে প্রশ্ন জাগছে কিভাবে যাবেন এখানে? উত্তর হল ট্রেন কিংবা বাস অথবা প্রাইভেট গাড়ি যে কোনো মাধ্যমেই চলে আসা যায় দলমা পাহাড়ে। ট্রেনে আসতে চাইলে আপনাকে টাটানগর পর্যন্ত আসতে হবে। এরপর বাস কিংবা ট্যাক্সিতে ৪০-৪৫ মিনিট মত যাত্রা করলেই পৌঁছে যাবেন ডেস্টিনেশনে।

আরও পড়ুনঃ বর্ষাকালে ঘোরার জন্য পশ্চিমবঙ্গের সেরা ৭ টি জায়গা, একবার গেলেই মন হবে চাঙ্গা

নিজস্ব গাড়িতেও চলে যেতেই পারেন। কলকাতা থেকে দলমা পাহাড়ের দূরত্ব মাত্র ২৪০ কিমি। তাপর সেখানে সীতারাম বাঁধ, ডিমনা লেক, দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে দলমা পাহাড় ঘুরে দেখতে পারেন। পৌঁছানো তো হল এবার থাকা খাওয়া করবেন কোথায়? উত্তর দুটি, আপনি চাইলে বন বিভাগের কিছু রিসোর্ট আছে সেখানে যেমন থাকতে পারেন। তেমনি ধীরে ধীরে ভ্রমণপ্রেমীদের আগমন হওয়ায় বেশ কিছু হোমস্টে বা গ্রাম্য বাড়িতে থাকার ব্যবস্থা হতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X