নিউজশর্ট ডেস্কঃ সামনেই দুর্গাপুজো, বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। তবে এই সময় ৪-৫ দিনের ছুটিতে অনেকেই ঘুরতে যেতেও ভালোবাসেন। শহুরে ব্যস্ততায় ভরা জীবনকে ছুটি দিয়ে একটু প্রকৃতির টানে জঙ্গল, পাহাড় কিংবা সমুদ্রের দিকে টানে মন। তাহলে এবার পুজোর প্ল্যান কি? অফবিট কোনো জায়গায় যেতে চান? তাহলে আজ আপনাদের সন্ধান দেব এমন একটা জায়গার যেখানে প্রকৃতি যেমন মনমুগ্ধকর সুন্দর তেমনি পর্যটকদের ভিড়ও অনেকটাই কম।
জায়গাটির নাম হল ওড়িশার বাংরিপোসি। আশা করি নাম শুনেই বুঝতে পারছেন এখনও পর্যটকদের ভিড় থাবা বসায়নি এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ভূমিতে। এখানে যেমন পাহাড় দেখতে পাবেন তেমনি পাবেন ঝর্ণা, যদি থেকে জঙ্গল। বিশেষ করে যদি রোড ট্রিপ করেন তাহলে রাস্তার দুদিকের দৃশ্যই পাগল করে দেবে। তাই ফাঁকে দাঁড়িয়ে কিছু ছবি সারাজীবনের মত ফ্রেমবন্দি করে নেওয়াও যাবে।
কিভাবে পৌঁছাবেন বাংরিপোসি?
বাংরিপোসি পৌঁছানোর তিনটি উপায় রয়েছে। একটি আমরা সকলেই জানি ট্রেন। হাওড়া থেকে বালেশ্বর গামী যেকোনো ট্রেনে উঠে পড়ুন। এরপর বালেশ্বর নেবে একটা গাড়ি বুক করে ৮৫ কিমি পথ পাড়ি দিলেন বাংরিপোসি। এছাড়া বাবুঘাট থেকে এই রুটে বাস ছাড়ে। এই বাসে করেও পৌঁছে যেতে পারেন। তবে সবচেয়ে ভালো উপায় হল যদি প্রাইভেট গাড়িতেই আসতে পারেন। তাহলে ভ্রমণের পাশাপাশি একটা লং ড্রাইভের মজাও পাওয়া যাবে।
বাংরিপোসিতে দর্শনীয় স্থান
দেখার মত স্থানের কোনো অভাব নেই বাংরিপোসিতে। আগেই বলেছি পাহাড়, ঝর্ণা থেকে নদী সবই রয়েছে এখানে। ব্রাহ্মণ কুন্ড, ঠাকুরানী হিল, বুড়িবালাম নদী, বাঁকবল ড্যাম, সুলাইপাত ড্যাম, বাদামপাহাড়, বালিডিহা বাঁধ, লুলুং নদী, সীতাকুন্ড জলপ্রপাত আর কুলিয়ানা গ্রামে ডোকরা শিল্প তো একেবারে মাস্ট। তবে এতসব জায়গা একদিনে দেখা সম্ভব নয়। তাই একবার গেলে অন্তত দুদিনের প্ল্যান করাই ভালো।
বাংরিপোসিতে থাকা খাওয়া
এখানে থাকার জন্য একাধিক হোটেল থেকে শুরু করে রিসোর্ট রয়েছে। যার ভাড়া মোটামুটি ১২০০ টাকা প্রতি রাত থেকে শুরু। এবার সিজেন ও এসি, নন এসির হিসাবে দামের পার্থক্য হতেই পারে। তবে জানলে অবাক হবেন এক বাঘের নামে নামকরণ করা হয়েছে খইরি রিসোর্ট, চাইলে সেখানেও থাকার ব্যবস্থা করতে পারেন।