যারা নিয়মিত বাংলা ধারাবাহিক (Bengali Serial) দেখেন তাদের কাছে ঐন্দ্রিলা বোস (Oindrila Bose) একটা বেশ পরিচিত নাম। ‘আলোছায়া’ (Alo Chaya) ধারাবাহিকের (Bengali Serial) হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। প্রথম ধারাবাহিকেই নেগেটিভ চরিত্রের শেড তাকে ভালোই মানিয়েছিল।
এরপর সেখান থেকে ডাক পান ‘মন ফাগুন’ সিরিয়ালের জন্য। এরপর আর থেমে থাকতে হয়নি তাকে। ‘মন ফাগুন’ সিরিয়ালের পর তাকে দেখা যায় স্টার জলসার ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে নায়কের বোনের ভূমিকায়। এই ধারাবাহিকেও নেগেটিভ শেডের চরিত্রতেই অভিনয় করেন তিনি। এবং বরাবরের মত এবারও তার অভিনয়ের প্রশংসা পেয়েছেন।
তবে কিছুদিন আগেই বন্ধ হয়েছে সিরিয়ালটি। সেই থেকে ঐন্দ্রিলাকে আর বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে না। আর তারপরেই মিললো বড় খবর। জানা গেল, খুব শীঘ্রই নাকি জীবনের ইনিংস শুরু করতে চলেছেন তিনি। কারণ সিরিয়াল করতে করতেই বড় পর্দায় সুযোগ পেয়ে গেছেন তিনি।
আর প্রথম ডেবিউ ছবির খবর নিজের মুখে জানিয়েছেন ঐন্দ্রিলা। শ্রাবন্তীর আগামী ছবি ‘সাদা রঙের পৃথিবী’র একটা অংশ তিনিও। পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন, দেবলীনা কুমার, অরিন্দম সেন, সৌরীসেন, ঋতব্রত প্রমুখ। উল্লেখ্য, দেবলীনাও সাহেবের চিঠির খলনায়িকা ছিলেন।
অর্থাৎ ‘সাহেবের চিঠি’র দুই খলনায়িকাই এবার ছোট পর্দা থেকে সোজা বড় পর্দায় অভিনয় করবেন। সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলা এবং দেবলীনা দুজনেই সুখবর দিয়েছেন তাদের ভক্তদের। শুটিং শুরুর আগে, দেবলীনা একটি গ্রুপ ছবি শেয়ার করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
দেবলীনার এই পোস্টের স্ক্রিনশট নিয়ে ঐন্দ্রিলাও নিজের ওয়ালে পোস্ট করেন। তার পোস্ট দেখেই বোঝা যায় যে, ডেবিউ ছবি নিয়ে বেজায় উৎসাহিত তিনি। প্রসঙ্গত, দেবলীনা এর আগে বেশকিছু ওয়েব সিরিজ এবং ছবিতে কাজ করেছেন যদিও, তবে ঐন্দ্রিলার এটাই প্রথম প্রোজেক্ট। তাই নতুন জার্নি নিয়ে উৎসাহ থাকাটাই স্বাভাবিক।