স্মার্ট ওয়াচ,বোট,Smart Watch BoAt

Moumita

একটা গ্যাজেটেই পাবেন সব, সপ্তাহে একবার চার্জ দিলেই দৌড়াবে BoAt এর নতুন স্মার্ট ওয়াচ, রইল সমস্ত ফিচারস

স্মার্ট ওয়াচ সেগমেন্টে ভারতে এই মুহূর্তে ঝড় তুলছে বোট (BoAt)। আর সেই কারণেই ভারতে একের পর এক স্মার্ট ওয়াচ লঞ্চ করে চলেছে কোম্পানিটি। আজকাল আট থেকে আশি সকলের হাতেই রয়েছে স্মার্ট ওয়াচ। বর্তমানের ট্রেন্ডি ফ্যাশনে জায়গা করে নিয়েছে ভোটের স্মার্ট ওয়াচ। সম্প্রতি এই সেগমেন্টে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভারতীয় কোম্পানি বোট (BoAt)। সম্প্রতি এই ডোমেস্টিক উইয়ারেবল মেকার ভারতে আবারও একটি নতুন স্মার্ট ওয়াচ লঞ্চ করল, যার নাম Boat Wave Connect Smartwatch।

   

প্রসঙ্গত, ৬০ টি স্পোর্টস মোড যুক্ত নতুন এই স্মার্টওয়াচে রয়েছে কলিং সুবিধার জন্য Bluertooth কলিং ফিচার, এছাড়াও SpO2 এবং হার্ট রেট মনিটর। জানিয়ে রাখি নতুন লঞ্চ হওয়া এই স্মার্ট ওয়াচ’টির দাম ধার্য করা হয়েছে ২৪৯৯ টাকা।

কী কী রঙে লঞ্চ করা হয়েছে?

বেশ কয়েকটি কালারে পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্ট ওয়াচটি। কালার ভ্যারিয়েশনে এরমধ্যে পাওয়া যাচ্ছে চারকোল ব্ল্যাক (Charcoal Black), ডিপ ব্লু (Deep Blue), কুল গ্রে (Cool Grey)। ইতিমধ্যে ফ্লিপকার্ট এ এই প্রোডাক্টটির লঞ্চ হওয়ার সাথে সাথেই বিরাট ঝড় তুলেছে এই স্মার্টওয়াচ।

প্রতিদ্বন্দ্বী কারা?

বোট এর তরফে এই স্মার্টওয়াচটি লঞ্চ করার কয়েকদিন আগেই Noise কোম্পানি তাদের Colorfit Qube স্মার্টওয়াচ লঞ্চ করে। জানা যাচ্ছে তাদের সাথে পাঙ্গা দিয়েই এই স্মার্টওয়াচ নিয়ে আসা হয়েছে বাজারে। Noise এর তরফে লঞ্চ করা স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ২৪৯৯ টাকা। সেখানেও রয়েছে ৮টি স্পোর্টস মোড। তবে বোট ও এই বিষয়ে পিছিয়ে নেই। বোট এর তরফে জানানো হয়েছে যে, একবার চার্জ দিলে টানা সাতদিন ব্যবহার করা যাবে তাদের এই নতুন স্মার্টওয়াচ।

অতিরিক্ত কি বৈশিষ্ট্য রয়েছে?

বোট এর তরফে লঞ্চ করা এই স্মার্টওয়াচ মোট ২০টি কনট্যাক্টস স্টোর করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়াও সেখানে রয়েছে মোট ৬০ টি স্পোর্টস মোড। যার মধ্যে উল্লেখযোগ্য হলো দৌড়নো (Running), হাঁটা (Walking), সাইক্লিং (Cycling), নাচ (Dancing) এছাড়া অটো ওয়ার্কআউট ফিচারও রয়েছে সেখানে।

শুধু তাই নয়, ব্যবহারকারী কতক্ষণ অবধি ঘুমোচ্ছেন সেটিও ট্র্যাক করতে পারবেন এই স্মার্টওয়াচ দ্বারা। অতিরিক্ত ফিচার হিসেবে হৃদস্পন্দন, স্বাস-প্রশ্বাস গ্রহণ এবং স্ট্রেসের পরিমাণও ট্র্যাক করা সম্ভব। ৩০০mAh ব্যাটারি দেওয়ার ফলে একবার চার্জ দিলেই ৭ দিন চলবে এই স্মার্টওয়াচ।