Oppp,Oppo A1 Vitality Edition,Oppo Smartphone,Oppo A58 5G,Latest smartphone

Moumita

মার্কেট কাঁপাতে এবার 20 GB RAM-র ফোন লঞ্চ করল Oppo, দাম মাত্র এত টাকা

গত মাসেই চাইনিজ স্মার্টফোন নির্মাতা Oppo তাদের A1 Vitality Edition নামে একটি স্মার্টফোন লঞ্চ করেছে। সেখানে Oppo একটি নতুন ফোন নিয়ে হাজির হয়েছে। নয়া ফোনটির নাম দেওয়া হয়েছে Oppo A1 5G। আদতে এই নয়া স্মার্টফোনটি Oppo এরই আগের ফোন Oppo A58 5G এর রিব্র্যান্ডেড সংস্করণ। তাহলে চলুন দেখা যাক নতুন ফোনে কী কী স্পেসিফিকেশন দিয়েছে Oppo?

   

Oppo A1 ভাইটালিটি এডিশনে আপনি পাবেন 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.56-ইঞ্চর ডিসপ্লে। জানলে অবাক হবেন যে সেটি খুবই পাতলা। মাত্র 7.99 মিমি পুরু ফোনটির ডিসপ্লে। ফোনটিকে ক্ষমতা দেওয়ার জন্য রয়েছে মিডিয়াটেকের লেটেস্ট ডাইমেনসিটি 6020 চিপসেট।

Oppp,Oppo A1 Vitality Edition,Oppo Smartphone,Oppo A58 5G,Latest smartphone

চীনের বাজারে ফোনটি 1799 ইউয়ানে লঞ্চ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 21 হাজার টাকা মতো। সেদেশের ফোনটি তিনটি রঙে লঞ্চ হয়েছে। সেগুলো হলো Quiet Sea Blue, Starry Black এবং Fresh Wind Purple। দুর্দান্ত স্পেসিফিকেশন না হলেও দামের হিসেবে ফোনটিতে রয়েছে কিছু উপযোগী ফিচার।

90Hz এর ডিসপ্লে থাকলেও সেখানে FHD অর্থাৎ 1920×1080 পিক্সেল রেজোলিউশন নেই। ফোনটি মাত্র 480 নিট ব্রাইটনেসের সাথে 1612×720 পিক্সেল রেজোলিউশন রয়েছে। ডিসপ্লে এর কোয়ালিটি খুব ভালো না হলেও মোটামুটি মন্দ না। তবে ফোনটির চিপসেট এবং র‍্যাম বেশ ক্ষমতাশালী।

Oppp,Oppo A1 Vitality Edition,Oppo Smartphone,Oppo A58 5G,Latest smartphone

Arm A76 আর্কিটেকচার এবং Mali-G57 GPU এর সাথে Dimensity 6020 চিপসেট রয়েছে সেখানে। ফোনটিতে রয়েছে 12 GB র‍্যাম, যা 20 GB অবধি বাড়ানো সম্ভব। অর্থাৎ এখানে 8 GB বাড়ানো যায় র‍্যাম। ফলে ফোনটি যে দুর্দান্ত কাজ করবে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।

Oppp,Oppo A1 Vitality Edition,Oppo Smartphone,Oppo A58 5G,Latest smartphone

এবার আসি ক্যামেরার কথায়। Oppo A1 Vitality Edition এ Main ক্যামেরা রয়েছে 50-মেগাপিক্সেলের। সাথে মাত্র 2-মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরও রয়েছে। সেলফির জন্য সামনে একটি 8 মেগাপিক্সেলক্যামেরা মজুদ রয়েছে। স্মার্টফোনকে শক্তি সাপ্লাই দেওয়ার জন্য রয়েছে বিরাট 5000mAh এর ব্যাটারি। 33W এর SuperVOOC এর সাথে সেটি বেশ দ্রুত গতিতে চার্জ হয়ে যায়। অতিরিক্ত বৈশিষ্ট্য বলতে সেখানে ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য রয়েছে IP54 এর রেটিং।