Oscar

Additiya

‘কাশ্মীর ফাইলস পথ দেখিয়েছে’, অস্কার না পেয়ে নিজের মনকে শান্ত্বনা দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী

চলতি বছরে অস্কার মঞ্চে (Oscars Celebration 2023) ব্যাপক জয় পেয়েছে ভারত (India)। এসেছে একের পর এক পুরস্কার। একদিকে যেমন গানের বিভাগের সকলকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নিয়েছে রাজা মৌলির (Raja Mouli) ছবির গান ‘নাটু নাটু’ (Natu Natu)। ঠিক তেমনই স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'( The Elephant Whisperers)।

   

আরআরআর ছবির সাফল্যে উচ্ছ্বসিত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি । এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন, ‘বর্তমান সময়ে ভারতীয় ছবির সুবর্ণ সময় চলছে। আর সে কারণেই বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিচ্ছে ভারতীয় ছবিগুলি। তবে সবচেয়ে প্রথমে বিশ্বমানের দর্শকদের কাছে জায়গা পেয়েছিল আমাদের ‘দা কাশ্মীর ফাইলস’ ছবি। আর এবার সেই পথেই হাঁটলেও রাজা মৌলীর পরিচালিত আরআরআর ছবি ‘।

পরিচালকের আরও সংযোজন, ‘আরআরআর এবং দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ছবির গোটা টিমকে আমি শুভেচ্ছা জানাচ্ছি’। তবে কেবলমাত্র ছবি মনোনয়নই নয়। অস্কার মঞ্চে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উপস্থিতিও যথেষ্ট গর্বের বলেই মন্তব্য করলেন তিনি।

বিনোদন,বলিউড,দক্ষিণী ইন্ডাস্ট্রি,অস্কার ২০২৩,নাটু নাটু,বিবেক অগ্নিহোত্রী,Entertainment,Bollywood,South Movie,Oscar 2023,Vivek Agnihotri

এদিনের সাক্ষাৎকারে পরিচালক আরও বলেন, ‘ভারতীয় সংস্কৃতির সিনেমাগুলি এখন বেশি প্রাধান্য পাচ্ছে। আর এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। আশা করব আগামীতেও এই ধরনের ছবি দেখতে পছন্দ করবেন দর্শকেরা। আমার মনে হয়, বাঙালি, মারাঠি, পাঞ্জাবি সহ নানান ভাষা সিনেমাগুলি এক ছাতার তলায় নিয়ে আসা উচিত’।

বিনোদন,বলিউড,দক্ষিণী ইন্ডাস্ট্রি,অস্কার ২০২৩,নাটু নাটু,বিবেক অগ্নিহোত্রী,Entertainment,Bollywood,South Movie,Oscar 2023,Vivek Agnihotri

উল্লেখ্য, ২০২৩-এর উপস্থাপকদের নামের তালিকায় দীপিকার নাম দেখে খুশি হয়ে গিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,’ বলিউড জগতের আচ্ছে দিন এসে গেছে। আমি বর্তমানে আমেরিকায় আছি ‘দ্য কাশ্মীর ফাইলসের’ জন্য। এখানে এসেই বুঝতে পারছি এখন সকলেরই নজর রয়েছে ভারতের ওপর। এই দেশ এখন গোটা বিশ্বের কাছে আকর্ষণীয়’।