Arijit

বাবরের পর কে হবে পাক অধিনায়ক? কোন উত্তর নেই পাকিস্তান বোর্ডের কাছে

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের একাধিক অধিনায়ক রয়েছেন। কয়েক মাস আগে সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। তারপর অধিনায়ক করা হয়েছিল রোহিত শর্মাকে। তবে এই কয়েক মাসে রোহিত শর্মা ছাড়াও একাধিক ক্রিকেটার ভারতকে নেতৃত্ব দিয়েছেন।

   

বিরাট কোহলি নেতৃত্ব ছাড়া পর রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ড্য নেতৃত্ব দিয়েছেন ভারতীয় দলকে। শুক্রবার থেকে শুরু হওয়া টেস্টে রোহিত খেলতে না পারায় যশপ্রীত বুমরাহ ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। একদিকে একের পর এক ম্যাচে যখন অধিনায়ক বদল হচ্ছে ভারতের, তখন পাকিস্তান বাবর আজম ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না।

এই মুহূর্তে পাকিস্তানের সব ধরনে ক্রিকেটে অধিনায়ক ২৭ বছরের বাবর আজম। আগামী বেশ কয়েক বছর বাবর খেলবেন। কিন্তু বাবরের পরবর্তী সময়ে কে হবেন পাক অধিনায়ক সেই প্রশ্নের জবাব নেই কারুর কাছে। ভবিষ্যতের অধিনায়ক সম্পর্কে বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি তো বাবরের পরে আর কিছু দেখতেই পাচ্ছি না।”