Arijit

মধ্যরাতে হোটেল থেকে বের করে দেওয়া হল পাকিস্তানি ক্রিকেটারদের, মুখ পুড়ল ইমরান খানের

ফের একবার লজ্জাজনক ঘটনা ঘটলো পাকিস্তান ক্রিকেটে। লজ্জার সম্মুখীন হতে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। 22 শে ডিসেম্বর হোটেল থেকে বের করে দেওয়া হয় পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ‘কায়েদ-ই-আজম’ এর দুই ফাইনা লিস্ট দলকে।

   

বিশেষ সূত্রে জানা গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চরম অবহেলা জনিত কারণের জন্যই ঘরোয়া টুর্নামেন্ট ‘কায়েদ-ই-আজম’ এর দুই ফাইনা লিস্ট খাইবার পাখতুনখাওয়া ও নর্দানের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের হোটেল থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় দুই দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা চরম অপমানিত বোধ করেছেন বলেও জানা গিয়েছে।

এই দুই দলে পাকিস্তান জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার ছিলেন। স্বাভাবিকভাবেই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে হোটেল থেকে বের করে দেওয়ার মতো লজ্জাজনক ঘটনা ঘটায় সারা বিশ্বের কাছে লজ্জিত হল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ওই হোটেল ম্যানেজমেন্ট এর তরফ থেকে জানানো হয়েছে, 22 শে ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য হোটেলটি বুকিং করা ছিল। তারপর এই হোটেলে আসার কথা ছিল অন্য একটি বড় কোম্পানির। স্বাভাবিকভাবেই সেই কোম্পানির আসার আগে হোটেলের ঘর গুলি খালি করা খুবই প্রয়োজনীয় ছিল। আর তাই নির্দিষ্ট সময়ের পরে বাধ্য হয়ে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের হোটেলে রুম ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুরো ঘটনাটিতে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে ঘটনাটি লজ্জাজনক আখ্যা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা।