Papiya Paul

মাত্র ১৪ বছর বয়সে সংসারের দায়িত্ব, ট্যাক্সি চালিয়ে উপার্জন করেছে প্রসেনজিতের বোন পল্লবী

টলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পল্লবী চট্টোপাধ্যায়। যদিও তার পরিচয় শুরু হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন হিসেবে। বহু বছর টলিউডে কাজ করলেও নামকরা অভিনেত্রীর জায়গায় পৌঁছতে পারেননি তিনি। যদিও তিনি নিজেও কোনদিন নায়িকা হতে চাননি।

   

বাংলা অভিনয় জগতে তার দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বহুবার নিয়ে নেপোটিজমের অভিযোগ উঠেছে। পল্লবীর কাছে এগুলো খুবই বোকা বোকা বিষয়। সত্যিই যদি এটা হতো তাহলে তিনি টলিউডের প্রথম সারির নায়িকা হয়ে যেতেন। অভিনেত্রীর জীবন কাহিনী কিন্তু এতটা সহজ ছিল না।

তিনি প্রতিভাবান অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির মেয়ে ও প্রসেনজিতের বোন হয়েও একসময় কলকাতা শহরে তাকে ট্যাক্সি চালিয়ে সংসার চালাতে হয়েছে। মাত্র ১৪ বছর বয়সে সংসারের দায়িত্ব তিনি তাঁর কাঁধে তুলে নিয়েছেন। অভিনয় জগতে আসার কোন ইচ্ছে ছিল না তাঁর। কারণ তিনি মনে করতেন সকলের থেকে তিনি কিছুটা হলেও আলাদা। সেই সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা মানে গ্রামের লুক দেওয়া হতো।

আর তখন তার সাজে ছিল ম্যাডোনার ছোঁয়া। সবসময় শর্টস এবং লেদার বুটস পরতেন পল্লবী। অনেকেই বলতেন তার এই লুক মুম্বাইয়ের জন্য পার্ফেক্ট। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মানুষ ছিলেন তার দাদা প্রসেনজিৎ। পল্লবী যখন অভিনয় জগতে এসেছিলেন তখন রমরমিয়ে চলছে প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালের রাজত্ব। পল্লবী মনে করতেন এই চিরঞ্জিতের কোলে তিনি একসময় ঘুরেছেন তাই তার সঙ্গে কিভাবে জুটি বাঁধবেন।

তাপস পাল আবার অধিকাংশ ছবিতে গ্রাম্য ছেলের ভূমিকায় অভিনয় করতেন তাই বেশিরভাগ ছবিতে অভিষেক চ্যাটার্জীর সঙ্গে জুটি তৈরি হয়েছিল পল্লবী। তবে এখন মাঝেমধ্যে আবার তাকে অভিনয়ে পার্শ্ব চরিত্রে দেখা যায়। তবে এবার আর অভিনেত্রী হিসেবে নয় প্রযোজক হিসেবে নিজেকে তুলে ধরতে চান পল্লবী। খুব শীঘ্রই তার প্রযোজনায় তৈরি হতে চলেছে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ফিল্ম প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা নামক ছবি।