টাকাপয়সা,ব্যবসা,Money,Business

Moumita

চাকরির সাথে সাইড ইনকাম করে পয়সা কামাতে চান? তাহলে করতে পারেন এই ব্যবসা, হয়ে যাবেন লাখপতি!

প্রতিটি মানুষই একটু সচ্ছলভাবে জীবন কাটাতে চায়। কিন্তু দিন দিন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে চাকরির টাকায় সংসার চালানো মুশকিল। ফলে অনেকেই ব্যবসার কথা ভেবে থাকেন। এমন কোনো ব্যবসা যাতে কম বিনিয়োগ করে মোটা মুনাফা লাভ করা যাবে। আজকে প্রতিবেদনে পাঠককুলের কাছে এমনই কিছু ব্যবসার কথা উপস্থাপিত করবো।

   

হয়তো আপনার কাছে টাকা নেই কিন্তু দেশে এমন বহু মানুষ আছেন যারা উত্তরাধিকার সূত্রেই হোক বা অন্য কোনো উপায়ে হোক, এইমুহুর্তে প্রচুর টাকার মালিক। কিন্তু সেইসব টাকা কীভাবে বিনিয়োগ করলে ভালো রিটার্ন আসবে সেই নিয়ে কোনো ধারনা নেই তাদের। এরা সাধারণত অ্যাকাউন্টে FD বা এই ধরনের কোনো স্কিমে টাকা বিনিয়োগ করে থাকেন।

আর এইসব জায়গায় দীর্ঘ সময় পরে একটা নূন্যতম রিটার্ন পাওয়া যায়। এবার আপনি যদি মাথা খাটাতে পারেন তাহলে এইসব মানুষকে দিশা দেখিয়েও মোটা টাকা উপার্জন করতে পারবেন। আসলে অনেকেই কোথায় কীভাবে টাকা বিনিয়োগ করবে বুঝতে না পেরে ফিনান্সিয়াল প্ল্যানার হায়ার করে থাকে। যেখানে টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে তার গচ্ছিত টাকা সঠিক ব্যবসায় বিনিয়োগ করার পথ দেখিয়ে দেওয়া হয়। খুবই কম লগ্নি করেই ফিনান্সিয়াল প্ল্যানিং সার্ভিস এর ব্যবসা শুরু করতে পারেন।

গেম খেলতে গিয়ে পড়াশোনাটাই মাথায় উঠেছে এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, হাতের কাছে যা দেখতে পাচ্ছেন তাতেই শুরু হয়ে যাচ্ছে গেম। এই কারণেই অনেক বাবা মায়েরাই এখন ইনডোর গেম এর চেয়ে আউটডোর গেমের দিকে বেশি ঝুঁকছে।

পাশাপাশি এমনও বহু শিশু আছে যাদের পরিবারের কাছে না আছে ল্যাপটপ না আছে স্মার্টফোন। এমতাবস্থায় এইসব বাচ্চাদের জন্য গেম স্টোর তৈরি করতে পারেন। খুবই সামান্য টাকার লগ্নি করে গেম সেট আপ তৈরি করুন। এই ব্যবসা থেকেও মোটা টাকা উপার্জন করা যায়।

আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো সৌন্দর্য। নিজের সৌন্দর্য নিয়ে চিন্তিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তাই যদি কোনো বিউটিশিয়ান সংক্রান্ত কোর্স করে নিতে পারেন তাহলে তার খুবই ফলপ্রসূ হতে পারে। কোনো জনবহুল এলাকায় বিউটি পার্লার বা স্যালন খুললে সেখান থেকেও মোটা টাকা রোজগার হতে পারে।