participate in RBI90 Quiz by Reserve Bank of India to win upto Rs 10 Lakh

১০ লক্ষ জেতার সুবর্ণ সুযোগ! ছাত্রছাত্রীদের জন্য কুইজের আয়োজন করল RBI, দেখুন আবেদন পদ্ধতি

নিউজশর্ট ডেস্কঃ ছাত্রছাত্রীদের জন্য এক দারুন সুযোগ নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আয়োজন করা হয়েছে দেশব্যাপী এক কুইজ প্রক্রিয়ার। যেখানে অংশগ্রহণ করলেই জিতে নেওয়া যেতে পারে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ পুরস্কার। কিভাবে অংশগ্রহণ করতে পারবেন? কি বিষয়ে প্রশ্ন করা হবে? বিস্তারিত জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

RBI দ্বারা আয়োজিত Quiz প্রতিযোগিতা

দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক Reserve Bank of India এর তরফ থেকেই এই কুইট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে রাজ্য, জোনাল ও ন্যাশনাল এই তিনটি ধাপে খেলা হবে। প্রতিটি রাউন্ডের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়ার জন্য থাকবে পুরস্কার। সবশেষে ফাইনাল রাউন্ডে যে প্রথম হবে তাকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা। এই প্রতিযোগিতার জন্য শুধুমাত্র স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা যোগ্য হিসাবে গণ্য হবে।

কোন রাউন্ডে কত টাকা পুরস্কার পাওয়া যাবে?

যেমনটা বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে, মোট তিনটি রাউন্ডের আয়োজন করা হবে। এর মধ্যে প্রথমে স্টেট লেভেল কুইজের আয়োজন করা হবে। যেখানে প্রথম হলে ২ লক্ষ, দ্বিতীয় হল ১.৫ লক্ষ আর তৃতীয় হলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

এরপর জোনাল রাউন্ট খেলা হবে। এক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড ও থার্ডকে যথাক্রমে ৫ লাখ, ৪লক্ষ ও ৩ লক্ষ টাকা দেওয়া হবে। সব শেষে হয়ে ফাইনাল রাউন্ড বা ন্যাশনাল রাউন্ড। এখানে প্রথম হলে ১০ লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাবে, দ্বিতীয় হল ৮ লক্ষ টাকা ও তৃতীয় হলে ৬ লক্ষ টাকা পাওয়া যাবে।

RBI90 Quiz এ আবেদনের পক্রিয়া

  • আপনি যদি আবেদন করতে চান তাহলে প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। (নিচে লিংক দেওয়া আছে)
  • এরপর স্টুডেন্ট হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কুইজে অংশগ্রহণ করতে পারবে।
  • কুইজে শুরুর পর যে প্রশ্ন আসবে সেগুলোর সঠিক উত্ত্র্যেছে নিয়ে সাবমিট করলেই একটি স্লিপ পাওয়া যাবে। সেটাই পরবর্তীকালে কাজে লাগবে।

RBI Quiz এর শেষ তারিখ : 17th September 2024

RBI90 Quiz এর অফিসিয়াল ওয়েবসাইট : Official Website

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X