Arijit

ইংল্যান্ডকে ১৪৭ রানে গুটিয়ে দিয়ে অভিষেকেই পাঁচটি ঐতিহাসিক রেকর্ড গড়লেন প্যাট কামিন্স

আজ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে এই ম্যাচেই অভিষেক হয় প্যাট কমিন্সের। আর অভিষেক টেস্ট ম্যাচেই ইংল্যান্ডকে মাত্র 147 রানে আটকে দিয়ে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়লেন প্যাট কমিন্স।

   

অস্ট্রেলিয়ার দ্বিতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্ট ম্যাচে 5 উইকেট নেওয়ার অনন্য নজির গড়লেন প্যাট কামিন্স। এর আগে এই রেকর্ড ছিল জর্জ গ্রিফিনের। 1894 সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়া চতুর্থ অধিনায়ক হিসাবে অ্যাশেজ সিরিজে 5 উইকেট নেওয়ার নজির গড়লেন প্যাট কামিন্স। এর আগে 1894 সালে জর্জ গ্রিফিন, 1962 সালে রিচি বেনো এবং 2012 সালে মাইকেল ক্লার্ক অজি অধিনায়ক হিসেবে এক ইনিংসে 5 টি করে উইকেট নিয়েছিলেন।

অধিনায়ক হিসেবে 5 উইকেট নেওয়ার রেকর্ডের দিক দিয়ে ভারতের অনিল কুম্বলে, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি, রাশিদ খানদের ছুঁয়ে ফেললেন পাট কাম্মিন্স।

অধিনায়ক হিসেবে টেস্টের প্রথম দিনই পাঁচ উইকেট নেওয়ার ক্লাবে ঢুকে পড়লেন প্যাট কামিন্স।

অ্যাশেজ সিরিজের এক টেস্টে পাঁচটি উইকেট নেওয়া অধিনায়কদের তালিকায় পাঁচ নম্বরে নিজের নাম পাকা করে ফেললেন প্যাট কমিন্স।