Pathan

Moumita

তৃতীয় দিনেই ধ্বস ‘পাঠান’র কালেকশনে, কত কোটির ব্যবসা করলো শাহরুখের ছবি!

চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি হল শাহরুখ খানের (Shahrukh Khan) ‘পাঠান’ (Pathan)। ‘বেশরম রঙ’ দিয়ে যে বিতর্কের সূচনা হয়েছিল সেই বিতর্ক আজও অব্যাহত। কেউ বলছে ছবিতে নাকি মহান দেখানো হয়েছে শত্রুদেশ পাকিস্তানকে। কারো বা ভিন্ন মত। তবে এতকিছুর মধ্যেও প্রথম দুটো দিন কিন্তু বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করেছে ছবিটি।

   

মুক্তির প্রথম দিনেই ৫৫ কোটি তুলে নিয়েছিল ছবিটি। বিশ্ব জুড়ে তার বক্স অফিসের আয় ছিল ১০০ কোটি টাকা। দ্বিতীয় দিনে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছিল ৬৮ তে। তবে তৃতীয় দিনের পরিসংখ্যান বলছে এবার নাকি খানিকটা ঝিমিয়ে গেছে শাহরুখের ‘পাঠান’ ঝড়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তৃতীয় দিনের আয় প্রথম দুদিনের চেয়ে অনেকটাই কম। সপ্তাহান্তে শনিবারে তুলনামূলক কম ভিড় প্রেক্ষাগৃহে। এর কারণ কী হতে পারে? চিন্তা বাড়াচ্ছে উন্মাদনার রেখচিত্র। যদিও বিশ্ব বাজারে খুব একটা খারাপ ফল করেনি ছবিটি‌।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া তথ্য অনুসারে তিন দিনে দেশের বক্স অফিসে পাঠানের গ্রস কালেকশন ২০১ কোটি টাকা। আবার বিশ্বব্যাপী বক্স অফিসে ছবির গ্রস আয় ১১২ কোটি টাকা। অর্থাৎ সর্বোপরি ‘পাঠান’র ঝুলিতে এসেছে ৩১৩ কোটি টাকা।

Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Pathan,Box Office Collection,বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,পাঠান,বক্স অফিস কালেকশন

এমতাবস্থায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, গ্রস আয় বলতে বোঝায় ছবিটি টিকিট বিক্রি করে কত আয় করছে‌। আর নেট আয় বলতে বোঝায়, সরকারের বিভিন্ন ট্যাক্স, ডিস্ট্রিবিউটারদের শেয়ার (যারা ছবিটি থিয়েটারে চালাচ্ছেন তাদের লভ্যাংশ), ছবির প্রচার, আরো নানান ধরনের খরচ কেটে নেওয়ার পর যে টাকাটা পড়ে থাকে।

তাই যেহেতু একশোটি দেশে ৮ হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’ এবং ছবির প্রোমোশনেও প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয়েছে তাই ব্লকব্লাস্টার তকমা পেতে ‘পাঠান’কে এখনও বহু দৌড় লাগাতে হবে। এখন দেখা যাক ছবিটি সপ্তাহান্তে কোনো নতুন রেকর্ড গড়তে সক্ষম হয় কি না!