Arijit

মানবিকতার নজির! ইন্ডিয়ান আইডল জিতে পাওয়া ২৫ লক্ষ টাকা এই মহৎ কাজে লাগাবেন পবনদীপ

দীর্ঘ কয়েক মাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গত 15 ই আগস্ট শেষ হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো “ইন্ডিয়ান আইডল সিজন 12″। কয়েক মাস গানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সবাইকে টেক্কা দিয়ে এবারের “ইন্ডিয়ান আইডল” জিতে নিয়েছেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন। ভারতীয় টেলিভিশন ইতিহাসে প্রথমবার কোন রিয়্যালিটি শো-এর গ্র্যান্ড ফাইনাল 12 ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়েছে। 15 ই আগস্ট মধ্যরাতে ঘোষিত হয়েছিল চ্যাম্পিয়ন এর নাম। এবারের ইন্ডিয়ান আইডলে রানার্স হয়েছেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। দ্বিতীয় পজিশন দখল করেছেন তিনি। তৃতীয় স্থান অধিকার করেছেন সায়লি কাম্বলে।

   

“ইন্ডিয়ান আইডল সিজন 12″ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিজেতার ট্রফির পাশাপাশি পবনদীপ পেয়েছেন 25 লক্ষ টাকা এবং একটি মারুতি সুজুকি সুইফট কার। তবে এই প্রথমবার নয় এর আগে ” দ্য ভয়েস ইন্ডিয়া” শো জিতে পবনদীপ পেয়েছিলেন 50 লক্ষ টাকা।

কিন্তু এবারের ইন্ডিয়ান আইডলের 25 লক্ষ টাকা নিজে ভোগ না করে এক মহৎ কাজে লাগাতে চলেছেন পবনদীপ। ইতিমধ্যেই সেই প্ল্যানিংও করে ফেলেছেন পবনদীপ। এক সাক্ষাৎকারে পবনদীপ জানিয়েছেন, ” এই প্রাইজমানিটি দিয়ে আমার গ্রাম চাম্পাওয়াতে বাচ্চাদের জন্য একটি মিউজিক স্কুল খুলতে চাই।” সেই স্কুলে বাচ্চাদের গান বাজানো শেখানো হবে।