Arijit

পরপর তিন ম্যাচে হার ধোনির চেন্নাইয়ের, বিরাট জয় তুলে নিল পাঞ্জাব

রবিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাদেজা। এর ফলে প্রথমে ব্যাটিং করতে হয় পাঞ্জাবকে।

   

ব্যাটিং করতে নেমে শুরুতেই অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকে হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব। তার কয়েক ওভার পরই আউট হয়ে যান বিধ্বংসী ফর্মে থাকা রাজাপক্ষে। সেই সময় দলের হাল ধরেন ধাওয়ান এবং লিভিংস্টোন। লিভিংস্টোনের 32 বলে বিধ্বংসী 60 রানের ইনিংসের দৌলতে নির্ধারিত কুড়ি ওভারে 180 রান তোলে পাঞ্জাব কিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই সুপার কিংস। তবে মাঝখানে একটা সময় শিবম দুবের ব্যাটে কিছুটা আশা জেগেছিল চেন্নাই ভক্তদের। তবে লিভিংস্টোনের বলে শিবম দুবে আউট হতেই সব আশা শেষ হয়ে যায় চেন্নাইয়ে। 126 রানে অলআউট হয়ে যায় চেন্নাই। 54 রানে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা হয়েছেন লিভিংস্টোন।