গতকাল আইপিএল এর নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই এক ওপেনারকে হারালেও অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠীর ব্যাটে ভর করে রানের গতি এগিয়ে নিয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এছাড়াও শেষের দিকে এসে 15 বলে 26 রানের ঝড়ো ইনিংস খেলেন রোমারিও সেইফোর্ট। নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 157 রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন পাঞ্জাবের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং শেখর ধাওয়ান। এছাড়াও শেষের দিকে এসে 22 বলে 49 রানের ঝড়ো ইনিংস খেলে পাঞ্জাবের জয় নিশ্চিত করে লিয়াম লিভিংস্টন। মাত্র 15 ওভারেই 5 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস।