Arijit

আড়াই মাসের আইপিএল নিয়ে বিরোধিতা শুরু পাকিস্তানের

48 হাজার কোটি টাকারও বেশি অর্থে পাঁচ বছরের জন্য আইপিএল টেলিভিশন স্বত বিসিসিআই এর কাছ থেকে কিনে নিয়েছে ডিসনি স্টার। আর তারপরই আইপিএল আরও বেশিদিন ধরে করার চিন্তাভাবনা শুরু করেছে বোর্ড সচিব জয় শাহ।

   

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন, আইসিসির পরবর্তী ‘ফিউচার টুর প্রোগ্রাম’-এ আইপিএলের জন্য সরকারি ভাবে আড়াই মাস সময় বরাদ্দ থাকবে। বোর্ড সচিব এও জানিয়েছিলেন, এই নিয়ে বিভিন্ন দেশের বোর্ড এবং আইসিসির সঙ্গে কথা বলেছেন তাঁরা।

এবার বিসিসিআই সচিব জয় শাহের এমন যুক্তির তীব্র সমালোচনা করলেন পাক ক্রিকেট বোর্ডের এক কর্তা। পাক বোর্ডের এক কর্তার মন্তব্য, ‘‘জয় শাহ বলেছেন, তাঁরা দ্বিপাক্ষিক সিরিজ়কে যথেষ্ট গুরুত্ব দেবেন। এক দিকে এখন প্রচুর টি-টোয়েন্টি লিগ চলছে বিশ্বজুড়ে। তার পরে আইপিএল যদি আড়াই মাস ধরে চলে, তা হলে কী হবে? এই নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। আমরা এই বিষয়ে তীব্র আপত্তি জানাবো আইসিসির কাছে।’’