Arijit

সিরিজ জিতলেও বড় ধাক্কা ভারতের, দিতে হল মোটা অঙ্কের জরিমানা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুর্দান্ত ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। প্রথম একদিনের ম্যাচ জেতার পর দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে এই মুহূর্তে ওয়ানডে সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে সিরিজ জিতলেও ভারতীয় দলের জন্য অত্যন্ত দুঃখজনক খবর।

   

ম্যাচ জেতার পরেও জরিমানা দিতে হল ভারতীয় ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য ভারতীয় ক্রিকেটারদের প্রত্যেকের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

প্রথম এক দিনের ম্যাচে বল করতে গিয়ে নির্ধারিত সময়ে ৪৯ ওভার বল করেন ভারতীয় বোলাররা। আইসিসির আইনের ২.২২ নম্বর ধারা অনুযায়ী মন্থর বোলিং করার জন্য ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে ভারতীয় দল।