মাত্র কয়েক মাস হলো বি টাউনে (Bollywood) পা রেখেছেন তিনি। কিন্তু আসার পর থেকেই যেভাবে বিতর্কের আগুন ছড়াচ্ছেন তাতে করে কন্ট্রোভার্সি কুইন তকমাটা এবার তারই প্রাপ্য। কখনও তার উদ্ভট পোশাক তো আবার কখনও তার অদ্ভুত মন্তব্য, সবে মিলিয়ে যেমন সমালোচনাতে রয়েছেন তেমন চর্চাতেও রয়েছেন তিনি। আজ আমরা বলছি উরফি জাভেদের (Urfi Javed) কথা।
বিতর্কিত পোশাক পরে সংবাদ শিরোনামে উঠে আসা এই সুন্দরী নেতিবাচক হলেও সারাক্ষণ থাকেন আলোচনার কেন্দ্রে। মিডিয়া লাইমলাইট কীভাবে নিজের দিকে টানতে হয় তা খুব ভালোভাবেই জানেন তিনি। সমালোচকরা তো এটাও বলে যে, খবরে থাকার জন্যই নিত্যনতুন উদ্ভট পোশাক পরে পাপারাজ্জিদের সামনে হাজির হন উরফি।
তবে এবার যে পোশাকটি পরে তিনি সকলের সামনে এসেছিলেন তা সত্যিই চমকে দেওয়ার জন্য যথেষ্ট। যে উরফি নগ্নতার জন্য বিশেষ পরিচিত সেই উরফিই ঘোমটা মাথায় ভিডিও করেছেন। মাথায় ঘোমটা, পুরো পোশাকে উর্ফির সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম। অভিনেত্রীর এই লুক দেখে মুগ্ধ ভক্তরা!
প্রসঙ্গত উল্লেখ্য, উরফির এই ভিডিওটি আজকের নয়। বেশকিছুদিন আগের ভিডিওই আবার ভাইরাল করেছে অনুরাগীরা। ভিডিওটি দেখে যতটুকু বোঝা যাচ্ছে, তিনি হয়ত কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন। হালকা মেকাপ, হালকা গোলাপী রঙ দিয়ে ঠোঁট রাঙিয়েছেন। পরনের ওড়নাটি সুন্দর করে মাথায় দিয়েছেন।
উরফিকে এই পোশাকে দেখে কেউ বিশ্বাসই করতে পারছেনা যে এটা তিনি। সাম্প্রতিক ভাইরাল এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ‘চাঁদনি রাত’ গানটি চলছে। এবং কমেন্ট সেকশনে জমা হয়েছে অনুরাগীদের ভিড়। উরফির এই নতুন অবতারের প্রশংসা করছে মানুষ।